Bangal Naboborsho Love life prediction: বাংলা নববর্ষ ১৪৩২তে প্রেমের দিক থেকে লাকি কারা? বার্ষিক প্রেম রাশিফলে দেখে নিন
1 মিনিটে পড়ুন Updated: 14 Apr 2025, 01:16 PM ISTবাংলা নববর্ষ ১৪৩২ সালে আপনার প্রেমভাগ্য কেমন কাটবে দেখে নিন রাশিফলে।
বাংলা নববর্ষ ১৪৩২ সালে আপনার প্রেমভাগ্য কেমন কাটবে দেখে নিন রাশিফলে।
বাংলা নববর্ষ ১৪৩২ সালে কোন কোন রাশির ভাগ্যে প্রেম তুঙ্গে থাকতে পারে, তা নিয়ে জানবার আগ্রহ অনেকেরই আছে! জ্যোতিষমতের গণনায় দেখে নিন, পয়লা বৈশাখ থেকে শুরু হওয়া ১৪৩২ সাল আপনার কেমন কাটতে চলেছে প্রেমের দিক থেকে। দাম্পত্য প্রেমই হোক, বা ডেটিং পর্যায়ের প্রেম, বাংলার নতুন বছরে আপনার প্রেমভাগ্যে কী রয়েছে, তা দেখে নিন রাশিফলে।
মেষ
বাংলা বছর প্রেমের দিক থেকে কিছু ক্ষেত্রে ধাক্কা খেলেও সামলে নিতে হবে। সম্পর্কে যাঁরা ইতিমধ্যেই রয়েছেন, তাঁদের একটু সামলে চলতে হবে। সম্পর্কের যত্ন নিতে হবে।
বৃষ
বছরের কিছুটা সময় যাওয়ার পর প্রেমের ক্ষেত্রে ভালো কিছু দেকতে পেতে পারেন। সেক্ষেত্রে বন্ধুত্বও কারোর সঙ্গে ভালোর দিকে যেতে পারে। প্রেম নিয়ে বহু দিন কসরতের পর এবার পেতে পারেন সুখের দেখাা!
মিথুন
যাঁকে মনে মনে পছন্দ অথচ সে বন্ধু, সম্পর্ক বন্ধুত্বের থেকে এগোয়নি, এমন ক্ষেত্রে বাংলা নববর্ষে কিছুটা লাভের মুখ দেখতে পাবেন। মে মাসের পর থেকে সময় ভালো কাটতে পারে প্রেমে।
কর্কট
প্রেমিক-প্রেমিকাদের প্রেমে প্রীতি ও আনন্দ বৃদ্ধি পাবে। নতুন কোনও প্রেমে সাফল্য পেতে পারেন। দাম্পত্যে কলহ একটু ব্যথা দেবে মনে।