Good Luck with These Zodiac Signs: আয় বাড়বে, পেতে পারেন নতুন চাকরি! এই মহাযোগে ভাগ্য ফিরছে ৩ রাশির
Updated: 17 May 2023, 04:28 PM IST Sritama Mitra 17 May 2023 budhaditya raj yog lucky zodiacs 2023, budhaditya raj yog effect on lucky zodiac Signs, বুধাদিত্য রাজযোগ ২০২৩, বুধাদিত্য় রাজযোগের লাভ কোন রাশির, ৭ জুন ২০২৩ বুধাদিত্য রাজযোগ১৫ মে বৃষ রাশিতে গোচর করেছে সূর্য। আর ৭ জুন এই রাশিতে প্রবেশ করতে চলেছে বুধ। ফলে তৈরি হতে চলেছে বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগ যে জাতকের কোষ্ঠীতে দেখা যায়, তিনি সারাজীবন লাভের মুখ দেখেন। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা এই গোচরের ফলে লাভবান হবেন।
সিংহ- আত্মবিশ্বাস বাড়বে। যেকোনও ব্যবসায়িক পদক্ষেপ ভালো হতে পারে। ব্যবসার দ্বারা সাফল্য পেতে পারেন। অফিসে কাজে কর্মচারীদের থেকে পাবেন সাহায্য। আপনার কাজের প্রশংসা করবেন বস। কেরিয়ারে উন্নতি আসছে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা চাকরি পেতে পারেন, বলছে জ্যোতিষ গণনা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
পরবর্তী ফটো গ্যালারি