হিন্দুধর্মে অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। আর ২০২৫ সালের প্রথম অমাবস্যা ঘিরে স্বভাবতই ভক্তদের মধ্যে কৌতূহল থেকে যায়। ২০২৫ সালের মৌনী অমাবস্যার তিথি ঘিরে রয়েছে জনমানসে কৌতূহল। মৌনী অমাবস্যার তিথি কখন থেকে পড়ছে দেখা যাক। শুধু যে তিথি, তা নয়। সঙ্গে ব্রহ্ম মুহূর্তের সময়কাল, স্নানের সময়কাল ঘিরেও রয়েছে আলাদা কৌতূহল। কারণ, ২০২৫ সালে মহাকুম্ভ শুরু হয়ে গিয়েছে। আর মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পূণ্য স্নানের বিশেষ তিথি রয়েছে। তার আগে, দেখা যাক, মৌনী অমাবস্যা ২০২৫ সালের তিথি কখন শুরু হচ্ছে।
মৌনী অমাবস্যা ২০২৫ তিথি:-
হিন্দুশাস্ত্রে এই মৌনী অমাবস্যার আলাদা মাহাত্ম্য রয়েছে। ২০২৫ সালের মৌনী অমাবস্যা ২৮ জানুয়ারি, মঙ্গলবার থেকেই পড়ে যাচ্ছে। বজরংবলীর পুজোর দিন এই মঙ্গলবার। সেই শুভ দিনে, অর্থাৎ ২৮ জানুয়ারি, ২০২৫ সালে সন্ধ্যা ৭.৩২ মিনিটে এই তিথি শুরু হচ্ছে। তিথি শেষ হবে ২৯ জানুয়ারি ২০২৫ সালে। ২৯ জানুয়ারি ২০২৫ সালে সন্ধ্যা ৬.০৫ মিনিটে মৌনী অমাবস্যার তিথি শেষ হবে।
ব্রহ্ম মুহূর্ত সহ গুরুত্বপূর্ণ সময়কাল:-
২৯ জানুয়ারি, ২০২৫ সালে মৌনী অমাবস্যা পালিত হবে। সেই দিন ব্রহ্ম মুহূর্ত পড়ছে, ভোর ৫ টা ৩০ মিনিটে। সেই সময় থেকে সকাল ৬ টা ২১ মিনিট পর্যন্ত সময়কাল এই ব্রহ্মমুহূর্ত থাকবে। অমাবস্যা তিথির লাভ চৌঘড়িয়া তিথি পড়ছে ২০ জানুয়ারি সকাল ৭ টা ১১ মিনিটে হবে। অমৃত চৌঘড়িয়া সকাল ৮ টা ৩১ মিনিটে শুরু হবে, আর শেষ হবে ৯ টা ৫৩ মিনিটে। শুভ চৌঘড়িয়া সকাল ১১ টা ১৩ মিনিট থেকে দুপুর ১২ টা ৩৫ মিনিট পর্যন্ত রয়েছে।
অমৃত স্নানের শুভ মুহূর্ত:-
হিন্দু পঞ্জিকা অনুসারে ২৯ জানুয়ারি ২০২৫ সালে অমৃত স্নানের শুভ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ৫ টা ২৫ মিনিটে। আর তা শেষ হবে সকাল ৬ টা ১৮ মিনিটে। এছাড়াও মৌনী অমাবস্যায় সূর্য, বুধ, চন্দ্রের যোগে তৈরি হচ্ছে ত্রিবেণী যোগ। এই বিরল যোগও এই তিথিকে আলাদা মাহাত্ম্য এনে দিচ্ছে।