জ্যোতিষশাস্ত্রমতে, শনি সবচেয়ে ধীর গতিতে চলেন। আর গ্রহদের রাজা সূর্য একটি নিশ্চিত সময় অন্তর অন্তর নিজের অবস্থান পরিবর্তন করেন। সূর্যের এই অবস্থানের বদলের ফলে বা রাশি বদলের প্রভাব সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে পড়তে থাকে। এদিকে, শনিদেব হলেন ন্যায়ের কারক। তিনি কর্মফলের দাতা, কর্ম অনুযায়ী তিনি জাতক জাতিকাকে ফল দান করেন। এই শনি ও সূর্যের এবার গোচর হতে চলেছে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে উন্নতির ছোঁয়া আসতে চলেছে।
শনি ও সূর্যের গোচরের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন, আর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে সেই সুখ স্বাচ্ছ্বন্দ্য জায়গা করে নেবে, তা দেখা যাক।
মিথুন
হঠাৎ কোথাও থেকে হাতে টাকা আসতে পারে। গুরুর শুভ দৃষ্টি থাকার ফলে বিভিন্ন জায়গা থেকে আনন্দ, খুশি আসতে পারে। কেরিয়ারের দিক থেকে বিপুল লাভ পেতে পারেন। কোনও সিদ্ধান্ত আপনাকে বিপুল লাভ দিতে পারে। ব্যবসাতেও খুব লাভ হতে পারে। আপনার জন্য সোনার সময় আসতে পারে। শনির মহাদাশা এই রাশির জাতক জাতিকাদের বিপুল লাভ দিতে পারে।
( Surya Gochar in Brishchik: বৃশ্চিকে যাচ্ছেন সূর্য! ১৬ নভেম্বর থেকে সুসময় শুরু বৃষ সহ বহু রাশির)
মেষ
আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক বেশি উন্নতির দিকে যাবে। আয়ের নতুন নতুন রাস্তা তৈরি হবে। আপনার আকস্মিক ধনলাভ হতে পারে। সমাজে মান সম্মান বাড়তে থাকতে পারে। পরিবারে যে সমস্যা চলছে, তা থেকে পাবেন ঝটপট মুক্তি। কেরিয়ারে বিপুল লাভ হবে। কোনও নতুন পদ পেতে পারেন।
কন্যা
জ্ঞান, বিবেক, বুদ্ধির বিকাশ হবে। নিজের নানান কাজ কর্ম নিয়ে আন্ত অনুসন্ধানে নামতে পারেন এই সময়। কর্মক্ষেত্রে বিপুল সাফল্য পেতে পারেন। নতুন চাকরির সুযোগ পাবেন। ব্যবসায় বিপুল লাভ হবে। নিজের প্রতিদ্বন্দ্বীদের কড়া টক্কর দিতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন। কোনও গাড়ি, বাড়ি, বস্ত্র কেনার সুযোগ আসতে পারে এই সময়।
উল্লেখ্য, ১৫ নভেম্বর থেকে মার্গী অবস্থানে চলছেন শনিদেব। এর আগে তিনি বক্রী অবস্থানে কুম্ভ রাশিতে ছিলেন। ফলে শনিদেবের এই মার্গী চাল বহু রাশির জাতক জাতিকার জীবনে প্রভাব ফেলতে শুরু করবে। এদিকে, ১৬ নভেম্বর সূর্যের গোচর রয়েছে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।