জ্যোতিষশাস্ত্রে শনিদেব হলেন কর্মফলদাতা। তাঁকে ন্যায়ের কারক হিসাবে দেখা হয়। আর এই শনিদেবের কৃপায় বহু জাতক জাতিকার জীবনে নানান রকমের প্রভাব দেখা যায়। শনিদেব যদি কৃপা করেন, তাহলে জাতক জাতিকার ভাগ্যে আসে বহু লাভ, এমনই বিশ্বাস রয়েছে। তবে শনিদেবের প্রভাব নেতিবাচক হলে, সাড়েসাতির মতো সমস্যা শুরু হয়। আসন্ন সময়ে শনিদেব যাচ্ছেন অস্ত। ৩০ বছর পর শনিদেব কুম্ভ রাশিতে অস্ত যেতে চলেছেন। তারফলে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছেন। কারা হবেন লাকি, দেখা যাক।
মীন
কোনও ঝুট ঝামেলা থেকে মুক্তি পাবেন। এই সময় জরুরি কোনও কাজ করতে পারবেন। আপনার স্বাস্থ্যেও এই সময় পরিবর্তন দেখা যেতে পারে। কোনও দীর্ঘ গুরুতর অসুস্থতা থাকলে, তা থেকে পাবেন মুক্তি। মন ভালোর দিকেই থাকবে। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। নতুুন নতুন জায়গা থেকে আসতে পারে টাকা। আয় বৃদ্ধি হবে। কোনও সম্পত্তি কিনতে পারেন। পারিবারিক সুখ শান্তি থাকবে। সিনিয়রদের সহযোগিতা আসবে।
কর্কট
এই সময় দেশ বিদেশের কোনও যাত্রায় যেতে পারেন। মানসিক শান্তি এই সময় পেতে পারেন। কর্কট রাশিতে শনিদেবের ঢাইয়া চলছে। প্রমোশনের সম্ভাবনা প্রবল, তার সঙ্গেই কাঁধে আসতে পারে নতুন দায়িত্ব। আপনার প্রতিভার তুমুল প্রশংসা শুনতে পারেন এই সময়। আপনার পরিশ্রম নিয়েও প্রশংসা হতে পারে। আর তা হতে পারে কর্মস্থলে। ব্যবসায়ীদের জন্য ভালো সময়। হতে পারে ভালো রোজগার। এছাড়াও জাত জাতিকারা দেশ বিদেশের কোথাও বেড়াতে যেতে পারেন। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা পাবেন বিপুল লাভ।
মেষ
শনিদেব আপনার রাশিতে আয়ের জায়গায় আর লাভের জায়গায় অস্ত যাচ্ছেন। এই সময় আয়ে হু হু করে বৃদ্ধি হতে পারে। এই সময় আয়ের নতুন নতুন মাধ্যম তৈরি হতে পারে। আয়ে অতিরিক্ত স্রোত বিকশিত হতে পারে। ফলে রোজগারের রাস্তা খালি হবে না। খরচা একটু নিয়ন্ত্রিত হতে পারে। সন্তানের সঙ্গে জড়িত কোনও সুখবর পেতে পারেন।
( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)