বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, হোলির দিনই সূর্যদেব মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন। আর কর্মফলদাতা শনি, তার কিছুদিন পর মীন রাশিতে প্রবেশ করবেন। ১২ রাশিচক্রের মধ্যে মীন রাশি সর্বশেষ রাশি। আর তাঁর ঘরেই সূর্য আর শনি, দুই রাশির প্রবেশ হতে চলেছে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। সূর্য আর শনির যুতিতে আকস্মিক ধনলাভের যোগ আসতে চলেছে বহু রাশির ভাগ্যে। কারা লাকি, দেখা যাক।
কুম্ভ
এই সংযোগ আপনার রাশিতে ধন সম্পত্তি আর বাণীর ভাবে তৈরি হতে চলেছে। এরফলেই এই সময় আপনাদের জন্য আকস্মিক ধনলাভের সময় হবে। চাকরিরকদের কেরিয়ারে খুব তাড়াতাড়ি বড় সাফল্য আসতে পারে। আপনাদের ভাগ্যে ধনলাভের যোগ রয়েছে। এই সময় জমি, বাড়ি, ধনলাভের যোগ দেখতে পারেন। আপনার কথায় প্রভাব পড়বে। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে।
ধনু
এই সময় গাড়ি, বাড়ি, সম্পত্তি কিনতে পারেন। আপনি অনেকের মধ্যেই জনপ্রিয়তা লাভ করবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। সূর্য আর শনিদেবের যুতি আপনাকে নানানভাবে ভালো প্রভাব দেবে। এই যুতি আপনার রাশির চতুর্থভাবে তৈরি হবে। বিভিন্ন মাধ্যম থেকে ধনপ্রাপ্তি হবে। নিজের মা ও শ্বশুরবাড়ির দিক থেকে আপনি তুমুল লাভ পাবেন।
মিথুন
এই সময় ব্যবসায় তুমুল সাফল্য পেতে পরেন। এই যুতি আপনার রাশির কর্মভাবে তৈরি হবে। আপনার কাজে, ব্যবসায় বিশেষ সাফল্য আসবে। কর্মক্ষেত্রের পরিস্থিতি আপনার পক্ষে যেতে পারে। আপনি নিজের চেষ্টার উপর ফোকাস করুন। নিজের কাজ নিয়ে এগিয়ে যান। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা তা নিয়ে সুখবর পেলেও পেতে পারেন। চাকরিরতদের কর্মস্থলে নতুন দায়িত্ব আসবে। প্রমোশন আর বেতন বৃদ্ধির যোগ তৈরি হবে।