সংবাদমাধ্যমের লাগাতার চাপের মুখে বোলপুর থানার আইসিকে ফোনে কদর্য ভাষায় হুমকি দেওয়ার ঘটনায় অবশেষে পুলিশের সামনে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার দুপুর ৩টে ৩৫ মিনিটে বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিকের দফতরে পৌঁছন অনুব্রত। এদিন অনুব্রতর হাজিরা ঘিরে বোলপুর থানা চত্বরে পুলিশি নিরাপত্তা ছিল আঁট সাঁটো। অনুব্রত মণ্ডলকে পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গিয়েছে। ওদিকে বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে হাজিরা দিয়েছেন অনুব্রত।
গত বৃহস্পতিবার অনুব্রতর কুকথার অডিয়ো ক্লিপ ভাইরাল হয়। শুক্রবার অনুব্রতর বিরুদ্ধে FIR করে পুলিশ। চিঠি পাঠিয়ে শনিবার তাঁকে তলব করা হয়। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে শনিবার হাজিরা দেননি তিনি। রবিবার ফের তাঁকে তলব করে পুলিশ। সেদিনও হাজিরা এড়িয়ে মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে অনুব্রত দাবি করেন, তাঁকে ৫ দিনের বেড রেস্টের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। বৃহস্পতিবার শেষ হয়েছে সেই বেড রেস্টের মেয়াদ। তার পরই এদিন দুপুরে সবার নজর এড়িয়ে একটি কালো গাড়িতে বোলপুরের SDPOর অফিসে পৌঁছে যান অনুব্রত।
বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আশ্বাস পেয়েই পুলিশের সামনে হাজিরা দিয়েছেন অনুব্রত। তিনি বলেন, ‘বুধবার রাতে এক ব্যক্তির ফোনে ফোন করে দীর্ঘক্ষণ অনুব্রতর সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরই গ্রেফতার হবেন না এই আশ্বাস পেয়ে পুলিশের কাছে হাজিরা দিতে গিয়েছেন তিনি।’
সূত্রের খবর, অনুব্রতকে জেরা করছেন তদন্তকারী আধিকারিকরা। তবে বিরোধীদের দাবি, পুরোটাই নাটক।