পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে গত বছর ডিসেম্বরে গজলডোবায় ‘ভোরের আলো’ থানার উদ্বোধন করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, পথ চলা শুরুর ১১ মাসের মধ্যেই এই থানা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হল। মূলত পরিকাঠামোগত সমস্যা থেকে শুরু করে একাধিক কারণে মেগা টুরিজম প্রকল্পের গজলডোবা বা ভোরের আলো থেকে শিলিগুড়ি পুলিশের পূর্ণাঙ্গ এই পুলিশ থানাটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন: গাজলডোবায় রাজ্যের নতুন থানা ‘ভোরের আলো’, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
জানা গিয়েছে, থানা সরিয়ে নেওয়ার পর সেখানে আগের মতোই একটি পুলিশ ফাঁড়ি চালু করা হবে। সেক্ষেত্রে পুলিশ ফাঁড়িটি গজলডোবা পুলিশ ফাঁড়ি হিসাবে পরিচিত হতে পারে। কিছুদিন আগেই নবান্নে শীর্ষ আধিকারিকদের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে থানা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। আগামী ৬ দিনের মধ্যে এই থানা সরিয়ে নেওয়া হতে পারে বলে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে। কোথায় ভোরের আলো থানা সরিয়ে নেওয়া হবে সে বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। জানা গিয়েছে, এই থানার জায়গা থেকে প্রায় ২০ কিলোমিটার দূর আমবাড়ি পুলিশ ফাঁড়ি রয়েছে। সেই ফাঁড়িতেই সরিয়ে নেওয়া হবে থানাটি। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দ্রুত এ বিষয়ে আপডেট দেওয়া হবে বলে জানান শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর।
উল্লেখ্য, ২০১২ সালে চালু হয়েছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। ভোরের আলো হল এই কমিশনারেটের সর্বশেষ থানা। গজলডোবায় পর্যটকদের নিরাপত্তা এবং ওই এলাকায় নজরদারির কথা ভেবেই থানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আগে এখানে মিলনপল্লি পুলিশ ফাঁড়ি ছিল। সেটি ছিল নিউ জলপাইগুড়ি থানার অধীনে। সেই ফাঁড়িটিকেই ভোরের আলো থানা করা হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। এরপরই সেখানে পরিকাঠামো বাড়ানো হয়।
এই থানার নিচে শিশুদের একটি স্কুল রয়েছে। মূলত শিক্ষিত মহিলা সিভিক ভলেন্টিয়াররা তাদের পড়িয়ে থাকেন। এই থানার অধীনে শুধুমাত্র একটিই ফাঁড়ি রয়েছে। সেটি হল আমবাড়ি ফাঁড়ি। এদিকে, ভোরের আলো থানায় ১৪ জন অফিসার এবং ১০ জন কনস্টেবল আছেন। কয়েকজন সিভিক ভলান্টিয়ারও আছেন। তবে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য তা হল গত নভেম্বরে এই থানায় ১৫টি মতো মামলা হয়েছে। সেগুলি হল মূলত দুর্ঘটনা, বচসা প্রভৃতি মামলা। তাই এই সমস্ত কারণে থানা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জানা যাচ্ছে, যে সব অভিযোগ দায়ের হয়েছে সেগুলি সবই আমবাড়ি ফাঁড়িতে।