রাজ্যে আলু-পেয়াঁজের মূল্যবৃদ্ধির উপর রাশ টানতে গিয়ে বৃহস্পতিবার নবান্নে পুলিশের একাংশের বিরুদ্ধেই টাকার বদলে চুরিতে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন খোদ রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এনিয়ে মমতাকে তীব্র কটাক্ষ করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে চোর বলে নিজের মর্যাদায় ক্ষুন্ন করেছেন। একইসঙ্গে রাজ্যের আলু কোথায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, শিলিগুড়ির বাজারে যে সমস্ত আলু দেখা যাচ্ছে তা সবই ভিন রাজ্যের।
আরও পড়ুন: মমতা বলার পরেও সীমান্তে লরি চেক শুরু হয়নি, আলু চলে যাচ্ছে না তো অন্য রাজ্যে?
আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন রাজ্যর মুখ্যমন্ত্রী।বিশেষ করে তাঁকে না জানিয়েই আন্তঃরাজ্য সীমানা থেকে আলু রফতানি হয়ে যাচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন । তাই সীমান্তে নজরদারি আরও বৃদ্ধির কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলুর দাম যেভাবে বেড়েছে তাতে নাকানি চোবানি খেতে হচ্ছে মধ্যবিত্তদের। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর আলুর দাম কমেছে কিনা তা দেখতে আজ সকালে শিলিগুড়ির বিধান মার্কেট সবজি বাজার সহ একাধিক সবজি বাজার পরিদর্শন করেন বিধায়ক। তিনি আলু ও পেঁয়াজের দাম খতিয়ে দেখেন। দাম শোনার পাশাপাশি কথা বললেন ব্যাবসায়ীদের সঙ্গে। সেই সময় সাংবাদিকদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন শঙ্কর ঘোষ।
পুলিশের একাংশের বিরুদ্ধে টাকা নেওয়ার মুখ্যমন্ত্রীর অভিযোগ প্রসঙ্গে শঙ্করের কটাক্ষ, ‘মমতার বড় পুলিশরা (নেতা মন্ত্রীরা) চুরি করে আর ছোট পুলিশদের চোর বলে উনি নিজেই নিজের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন।’ তাঁর প্রশ্ন, যে রাজ্যে পুলিশমন্ত্রী পুলিশদেরকে চোর বলেন তিনি আবার পুলিশ মন্ত্রী কীভাবে থাকেন? বিধায়ক বলেন, ‘যাদের মেরুদণ্ড এখনও কালিঘাটে বিক্রি হয়নি তাদেরকে অনুরোধ করব আপনারা যেভাবে পারেন এর প্রতিবাদ করুন। পুলিশকে ছোট করে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের চোর নেতাদের আড়াল করার জন্য যারা চোর বলছে তাদের আগে জেলে ভরা উচিত। তবেই মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা পাবেন।’