বিজেপির সদস্যতা অভিযানে যোগদান করতে কৃষ্ণনগরে গিয়ে সংশোধিত কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে মুখ খুললেন দেশের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। এদিন শোলা শিল্পী তারক মালাকারকে বিজেপির সদস্যপদ দিতে তাঁর বাড়িতে উপস্থিত হন সুভাষবাবু। একাধিক সম্মানে ভূষিত এই শিল্পীকে দলের সদস্য করতে পেরে তিনি গর্বিত বলে মন্তব্য করেন সুভাষবাবু।
এদিন সুভাষ সরকার বলেন, ‘ভারত সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা সত্যি অভূতপূর্ব। এতে শিক্ষার প্রসার আরো বাড়বে।’ তিনি বলেন, এবার থেকে শুধুমাত্র পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ - ফেল ফিরবে। কোনও শিক্ষার্থী যদি পরীক্ষায় অকৃতকার্য হয় ২ মাস পরে ফের সে পরীক্ষা দিতে পারবে। সেই পরীক্ষাতেও অকৃতকার্য হলে ওই পড়ুয়াকে একই ক্লাসে আরও ১ বছর থেকে যেতে হবে। তবে তাকে স্কুল বহিষ্কার করতে পারবে না।
বাংলাদেশ প্রসঙ্গে ইউনিস সরকারকেও কটাক্ষ করতে ছাড়েন না সুভাষ সরকার। এদিন তিনি রাজ্যের শাসক দলকেও কটাক্ষ করেছেন।