মিড ডে মিল দুর্নীতিতে শিক্ষা মন্ত্রকের সিবিআই তদন্তের নির্দেশের পর শুক্রবারই রাজ্যের বিরুদ্ধে পিএম কেয়ারের টাকা সরানোর অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার তা নিয়ে আরও বড় বোমা ফাটালেন তিনি। দাবি করলেন, করোনাকালে কেন্দ্রের পাঠানো ১০০০ কোটি টাকা চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার কোতুলপুরে শুভেন্দুবাবু বলেন, ‘আজকে আমি ভারত সরকারের স্বাস্থ্য সচিবকে একদম প্রমাণ দিয়ে পিএম কেয়ারের টাকা কী ভাবে স্বাস্থ্য দফতর ২০ -২১এ লুঠ করেছে। ৫ হাজার কোটি টাকা ভারত সরকার দিয়েছে। ১০০০ কোটি টাকা মমতা ব্যানার্জির লোকেরা মমতা ব্যানার্জির কাছে চুরি করে পৌঁছে দিয়েছে তার তথ্যপ্রমাণ দিয়েছি’।
শুভেন্দুবাবুর দাবি, করোনাকালে পিএম কেয়ার তহবিলের টাকা সরিয়েছেন রাজ্য সরকারি আধিকারিকরা। সেই টাকা পৌঁছে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।
বলে রাখি, রাজ্যে মিড ডে মিল দুর্নীতিতে শুক্রবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। মিড ডে মিল প্রকল্পের টাকা অন্য খাতে খরচ হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পেয়েছে তারা। এর পরই বিষয়টি সিবিআইকে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।