ফের শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর। জানা গিয়েছে, গড়িয়াহাটের কাছে কাকুলিয়া বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে দমকলের ৭ টি ইঞ্জিন। আপাতত অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সদ্য ইএম বাইপাসের ধারে ঝুপড়িতে অগ্নিকাণ্ডে পর ফের একবার শহর কলকাতায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
জানা গিয়েছে, প্রথমে খবর পেয়ে দমকলের ৫ টি ইঞ্জিন সেখানে পৌঁছায়। পরে সেখানে দমকলের ৭ টি ইঞ্জিন পৌঁছেছে বলে খবর। শুক্রবার সন্ধ্যায় বস্তিতে এই অগ্নিকাণ্ডের নেপথ্যে কী রয়েছে তা নিয়ে জল্পনা রয়েছে। জানা গিয়েছে, বস্তি এলাকায় ঘরগুলির অনেকটাই পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই আপাতত। এদিকে জানা যাচ্ছে, যে জায়গায় এই অগ্নিকাণ্ড ঘটেছে, তার পাশে বেশ কয়েকটি বহুতল ও রেস্তোরাঁ রয়েছে। তবে আগুন ছড়ায়নি বলে জানা গিয়েছে।
কিছুদিন আগেই কলকাতায় অ্যাক্রোপলিস মল-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে। এর আগে, সোমবার সকালে কসবায় অ্যাক্রোপলিস মল-এ অগ্নিকাণ্ড ঘটে যায়। ৫ মাসের মাথায় এই মল-এ ফের একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। জানা যায়, অ্যাক্রোপলিস মল-এ ‘ওয়াও মোমো’র দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। সেখানে আগুন লাগার ঘটনা দেখতে পেয়েই আশপাশে থাকা মল-এর কর্মীরা সেখানে ছুটে যান। আগুন নিভিয়ে দেন। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। অ্যাক্রিপলিস মল-এ ৫ মাস আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে।
( Heart Attack at Friend's Wedding: বন্ধুর বিয়ের হুল্লোড়ের মাঝে আচমকা হার্ট অ্যাটাক যুবকের, মুহূর্তে মৃত্যু)
এদিকে, সদ্য কলকাতায় আরও এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে। ভবানীপুরে বস্তিতে সদ্য দাউদাউ করে আগুন লাগার ঘটনা ঘটে যায়। খবর পেতেই সেখানে দমকলের ৫ টি ইঞ্জিন পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকলকর্মীরা। এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তারপর ফের এক অগ্নিকাণ্ডের ঘটনা শহরে।