ওই গ্রামের নাম মনমথোনগর। গ্রামটি দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকে অবস্থিত। ওই গ্রামে একটি মাত্র টিউবওয়েল ছিল। পানীয় জলের জন্য ওই টিউবয়েলেই ছিল ২০০০ জনসংখ্যা বিশিষ্ট গ্রামবাসীদের একমাত্র ভরসা। তবে প্রায় ১০ মাস আগে সেই টিউবওয়েলটি খারাপ হয়ে যায়।
কলকাতা হাইকোর্ট। ফাইল ছবি
দেশের প্রতিটি রাজ্যে গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার জন্য ‘জল জীবন মিশন’ প্রকল্পের কাজ চলছে। অথচ দীর্ঘ ১০ মাস ধরে পানীয় জলের কোনও ব্যবস্থা নেই দক্ষিণ ২৪ পরগনার একটি গ্রামে। ফলে দীর্ঘ ৬ কিলোমিটার পথ হেঁটেই পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে গ্রামবাসীদের। এই অবস্থায় ওই গ্রামে অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করতে বলল কলকাতা হাইকোর্ট। আদালতের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ তিন সপ্তাহের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসককে পানীয় জলের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে।
মামলার বয়ান অনুযায়ী, ওই গ্রামের নাম মনমথোনগর। গ্রামটি দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকে অবস্থিত। ওই গ্রামে একটি মাত্র টিউবওয়েল ছিল। পানীয় জলের জন্য ওই টিউবয়েলেই ছিল ২০০০ জনসংখ্যা বিশিষ্ট গ্রামবাসীদের একমাত্র ভরসা। তবে প্রায় ১০ মাস আগে সেই টিউবওয়েলটি খারাপ হয়ে যায়। ফলে সমস্যায় পড়েন গ্রামবাসীরা। এখন পানীয় জলের জন্য পার্শ্ববর্তী গ্রামের ওপরই ভরসা করতে হচ্ছে এই গ্রামের বাসিন্দাদের। আর এর জন্য তাদের যেতে হচ্ছে ৬ কিলোমিটার পথ। প্রতিদিনই এতদূর থেকে পানীয় জল নিয়ে আসতে হচ্ছে গ্রামবাসীদের। এ নিয়ে বিভিন্ন দফতরে নিজেদের সমস্যার কথা জানান গ্রামবাসীরা। কিন্তু, তারপরে কোনও সুরাহা মেলেনি। এমনকী এই বছর তীব্র গরমে পানীয় জলের সমস্যায় ভুগতে হয়েছে স্থানীয়দের।
মামলাকারীর আইনজীবী ইন্দ্রজিৎ রায় চৌধুরীর বক্তব্য, বিগত কয়েক বছরে এত গরম রাজ্যে পড়েনি। কিন্তু, সেই অবস্থাতেই পানীয় জলের সংকটে ভুগতে হয়েছিল গ্রামবাসীদের। অভিযোগ, পানীয় জলের সমস্যা মেটাতে তারা পঞ্চায়েত থেকে শুরু করে বি, এসডিও এবং জেলা শাসকের কাছে আর্জি জানিয়েছিলেন। এর জন্য তারা চিঠিও দিয়েছিলে। তাদের আবেদন ছিল, হয় গ্রামে টিউবয়েলের ব্যবস্থা করা হোক না হলে বিকল্প কোনও পানীয় জলের ব্যবস্থা করা হোক। কিন্তু সেই আবেদনে সাড়া না পেয়ে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করতে বাধ্য হন গ্রামবাসীরা।