মেট্রোর নিত্যনতুন শাখা ছড়িয়ে পড়ছে কলকাতা জুড়ে। কোথাও অরেঞ্জ লাইন, কোথাও আবার পার্পেল লাইন। শিয়ালদার মতো গুরুত্বপূর্ণ স্টেশনও চালু হয়ে গিয়েছে। পাইপলাইনে হাওড়া ময়দান স্টেশন। তবে সেই স্টেশনের ভিড় সামলাতে এবার আগাম নয়া ব্যবস্থা। বসানো হল অটোমেটিক ফেয়ার কালেকশন গেট। ভাড়া সংগ্রহের জন্য বিশেষ গেট। বলা হচ্ছে এই গেটের মাধ্য়মে ১ মিনিটে ৪৫জন যাত্রী যাতায়াত করতে পারবেন। কিউ আর কোডের মাধ্যমে কাজ করবে এই স্বয়ংক্রিয় দরজা। এমনকী বিশেষভাবে সক্ষম কোনও মানুষ যদি থাকেন তবে তাঁদের জন্য় বিশেষ ব্যবস্থা থাকবে।
এই গেট বসালে আখেরে কী সুবিধা হবে যাত্রীদের? এই ধরনের গেট বসানো হলে যাত্রীরা দ্রুত যাতায়াত করতে পারবেন। সেই সঙ্গেই অফিস টাইমে যখন যাত্রীদের ভিড় থাকে তখন সহজেই এই গেট দিয়ে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। আরও দ্রুততার সঙ্গে এই যাতায়াত হবে বলে খবর।
যাত্রী স্বাচ্ছন্দ্য একেবারে তুঙ্গে উঠবে এই ব্যবস্থার মাধ্যমে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে মেট্রো রেলের এক আধিকারিক জানিয়েছেন, এই ফেয়ার কালেকশন অটোমেটিক গেটগুলি মূলত কিউ আর কোডের মাধ্যমে পরিচালিত হবে। এক মিনিটের মধ্য়ে ৪৫জন যাত্রী যাতায়াত করতে পারবেন। অফিস টাইমে যাত্রীদের যথেষ্ট সুবিধা হবে।
ইস্ট ওয়েস্ট মেট্রোর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হল এই হাওড়া ময়দান। তবে এই স্টেশন কবের মধ্যে চালু হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। তবে গঙ্গার নীচে দিয়ে ট্রায়াল রান আপাতত হয়েছে। কিন্তু স্টেশন চালু হয়নি। তবে কাজ থেমে রয়েছে এমনটা নয়। দ্রুতগতিতে কাজ চলছে।
আসলে বিমানবন্দর স্টেশন আর হাওড়া ময়দান স্টেশন দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এবার যাত্রী স্বাচ্ছন্দ্যের একেবারে চূড়ান্ত ব্যবস্থা হচ্ছে হাওড়া ময়দান স্টেশনে। বসানো হল অটোমেটিক ফেয়ার কালেকশন গেট। ভাড়া সংগ্রহের জন্য বিশেষ গেট। বলা হচ্ছে এই গেটের মাধ্য়মে ১ মিনিটে ৪৫জন যাত্রী যাতায়াত করতে পারবেন।