গত ১৮ই নভেম্বর শান্তনু সেনের অপসারণ চেয়ে চিঠি দিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সভাপতি তথা তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল ৯-১০ অগস্ট কাউন্সিলের বৈঠক ছিল। এরপর একই বয়ানে ১৯ নভেম্বর স্বাস্থ্য সচিবকে একটি চিঠি দেওয়া হয়। সেখানে এই বৈঠকের দিনের কথা একেবারে উধাও। কার্যত ওই অংশটা বাদ দিয়ে চিঠি দেওয়া হল। আর তাৎপর্যপূর্ণভাবে সেই তারিখেই আরজি করে তরুণী চিকিৎসককে খুন করা হয়েছিল।
তবে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস এবার মুখ্যসচিবকে একটি মেল করেছে। সেখানে এই প্রশ্নটাই তোলা হয়েছে। কেন পরের চিঠিতে মুছে ফেলা হল তারিখ?
আসলে ১৮ নভেম্বর যে চিঠি লেখা হয়েছিল সেখানে ৯ ও ১০ অগস্ট এই দুদিনের বৈঠকের কথা উল্লেখ করা ছিল। ১৯ নভেম্বর অপর একটি চিঠি লেখা হল। সেই চিঠির বয়ানও কার্যত একই। একই প্যাডে লেখা হল। কেবলমাত্র ফারাক একটাই তারিখ দুটি মুছে ফেলা হল।
তবে কি ওদিনের বৈঠক নিয়ে প্রশ্ন উঠতে পারে এই আশঙ্কাতে পরের চিঠিতে কৌশলে তারিখ মুছে ফেলা হল? এই প্রশ্নটা বিশেষভাবে উঠতে শুরু করেছে। এদিকে চিকিৎসকদের একাংশের সন্দেহ তবে কি কোনও কিছুকে চাপা দেওয়ার জন্য় এভাবে তারিখ মুছে ফেলা হল?