ভাঙড়ের ISF বিধায়ক পিরজাদা নওসাদ সিদ্দিকিকে নাম না করে ‘সন্ত্রাসবাদী’, ‘জঙ্গি নেতা’ বলে আক্রমণ করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। মঙ্গলবার ভাঙড়ে এক রাস্তা উদ্বোধনের অনুষ্ঠানে এসে শওকতের এই মন্তব্যের ভর্ৎসনা করে নওসাদ বলেন, ব্যাটাকে ছাড়ব না।
মঙ্গলবার ভাঙড়ের প্রাণগঞ্জ বাজারে একটি রাস্তা উদ্বোধন করতে গিয়ে শওকত মোল্লা বলেন, ‘একটা অপদার্থ বিধায়ক হুগলিতে বসে বসে কীভাবে ভাঙড়ের শান্তি নষ্ট করা যায় তার চক্রান্ত করছে। উনি ভোটের সময় বলেছিলেন হাসপাতাল বানাবেন, রাস্তা বানাবেন, বাচ্চাদের পড়াশোনা করাবেন। একটা রাস্তাও উনি তৈরি করেছেন? উলটেএখানকার যুব সমাজের হাতে বন্দুক, আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছেন। একজন সন্ত্রাসবাদী, জঙ্গি নেতা আজ ভাঙড়ের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করেছেন।’
শওকতের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নওসাদ। তিনি বলেন, ‘উনি যদি এরকম বলে থাকেন তাহলে আইনি পথে ব্যবস্থা নেব। ব্যাটাকে আমি ছাড়ব না। আর আমি যদি সন্ত্রাসবাদী হই তাহলে বিধানসভার স্পিকার আমাকে কেন এখনও বিধানসভায় ঢুকতে দিচ্ছেন? তিনি কি সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত? কেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে গ্রেফতার করছেন না? তিনিও কি সন্ত্রাসবাদে মদত দেন? না কি অভিষেকপন্থী বলে পরিচিত শওকত মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদার্থ প্রমাণ করতে আমাকে সন্ত্রাসবাদী বলছেন?’