শহরের বুকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস তাদের নতুন ভবন গড়ে তুলেছে। এই ভবন গড়ে তোলার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের দরজা খুলে গেল বলে মনে করা হচ্ছে। কারণ এখানে নিয়োগ হবে বলে আগেই জানিয়ে দিয়েছিল সংস্থা। আজ, বুধবার এই নতুন ভবনেরই উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসংস্থানের বড় সুযোগ রাজ্যে আসছে বলে খবর। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী, বুধবার নিউটাউনের হাতিশালায় ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন হল।
এদিকে বাংলায় নয়া শিল্পের সংযোজনে নতুন ক্যাম্পাসে প্রচুর কর্মসংস্থানের সুযোগ হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এই নিউটাউনের অ্যাকশন এরিয়া ৩–এর একেবারে শেষ প্রান্তে ভাঙড়–২ ব্লকের হাতিশালা মৌজাতে ইনফোসিসকে ৫০ একর জমি প্রদান করা হয়েছে। ইনফোসিস সূত্রে খবর, নতুন এই ক্যাম্পাসে ৪ হাজার ছেলে–মেয়ের কর্মসংস্থান হবে। আজ, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শুধু ইনফোসিসের জন্য নয়, বাংলার জন্যও আজকের দিনটি ঐতিহাসিক। কয়েক হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান তৈরি হবে।’
আরও পড়ুন: বাংলাকে বঞ্চনার অভিযোগ সংসদে প্রকাশ্যে এল, অভিষেকের প্রশ্নে গ্রামোন্নয়ন মন্ত্রক ধরাশায়ী
অন্যদিকে এই নয়া ক্যাম্পাসে প্রবেশের মুখে বাংলা হরফে লেখা ‘ইনফোসিস’৷ যা বেশ তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক সংস্থা হলেও বাংলায় লেখা ‘ইনফোসিস’ দেখে অনেকেই বেশ মনে মনে আনন্দিত হয়েছে। বিশেষ করে বাঙালিরা এতে বেশি খুশি হবেন বলে মনে করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘বাংলায় যখন ক্ষমতায় এসেছিলাম তখন কর্মসংস্থানের সুযোগ ছিল না। এখন তা হয়েছে। ইনফোসিস খুব বড় সংস্থা। তাতে কর্মসংস্থান বিপুল হবে। বাংলায় মেধা আছে। আমরা ভারতের মধ্যে এক নম্বরে আছি। গোটা বিশ্বে বাংলার ছেলেমেয়েরা কাজ করছে। এখানে বহু কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে। আমাদের হিউম্যান ট্যালেন্ট আছে। তাই এখানে এখন আইটি চাকরি বাড়ছে।’ মোট ৫০ একর জমি নিয়েছে ইনফোসিস। তার মধ্যে ১৭ একর জমির উপর তৈরি হচ্ছে এই নয়া ক্যাম্পাস। আগামী দিনে বাকি অংশেও সম্প্রসারণের কাজ করা হবে। তখন আরও কর্মসংস্থান হবে।
এছাড়া এখন এলাকা পরিদর্শন করে যাবতীয় নিরাপত্তা বেষ্টনি খতিয়ে দেখা হয়েছে। এই সুবিশাল ঝকঝকে ইনফোসিসের ক্যাম্পাস নতুন সাজে সেজে উঠেছে। আগামী বছরের ৫–৬ ফেব্রুয়ারি কলকাতায় অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হবে। তার আগেই কলকাতায় নতুন ক্যাম্পাসের আনুষ্ঠানিক সূচনা করছে ইনফোসিস। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘২২ আইটি পার্ক আমরা করেছি। সমস্ত পরিষেবা দেওয়া হয়েছে। আমি আশা করি, ইনফোসিস আমাদের আইটি ছেলেমেয়েদের সুযোগ দেবে। আমরা হাইস্পিড ইন্টারনেট পরিষেবা দেওয়ার ব্যবস্থা করছি। যা বিশ্বের সঙ্গে যোগ করবে। এখন এখানে কোনও বিদ্যুৎ ঘাটতি নেই। আগে ছিল। আগে এখানে বনধের জন্য কর্মদিবস নষ্ট হতো। এখন ১৩ বছরে এসব নেই। ইনফোসিসের গৌরব আরও সংস্থাকে নিয়ে আসবে। সবরকম সাহায্য করতে আমরা প্রস্তুত। আপনাদের দলকে ৫–৬ ফেব্রুয়ারি আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আসার জন্য।’