WB Rain Forecast till 23rd May: স্বস্তির বৃষ্টিতে ভিজবে কলকাতা গোটা বঙ্গ, সঙ্গে নামতে পারে পারদ, কতদিন চলবে এই বর্ষণ?
Updated: 17 May 2025, 09:56 AM IST Abhijit Chowdhury 17 May 2025 weather, rain forecast, rain forecast in west bengal, rain forecast in kolkata, rain forecast in south bengal, yellow warning, west bengal weather, kolkata weather forecast, kolkata temperature, বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতার আবহাওয়ার পূর্বাভাস, পশ্চিমবঙ্গে আবহাওয়া, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বর্ষা, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসকলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কোথাও না কোথাও ব... more
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কোথাও না কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে আজ। এরই সঙ্গে জায়গায় জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সঙ্গে বজ্রপাতও হতে পারে। এদিকে আজ উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
পরবর্তী ফটো গ্যালারি