Mamata Banerjee Latest: ‘নির্বাচন না করে জিতে আসিনি… বাংলাদেশ নিয়ে কথা বলতে পারিনা', কলকাতায় দাঁড়িয়ে ঠিক কী বললেন মমতা?
Updated: 16 Aug 2024, 06:18 PM IST Sritama Mitra 16 Aug 2024 mamata banerjee, bangladesh, mamata protest, rg kar, rg kar vandalism, mamata on people's protest, মমতা বন্দ্যোপাধ্যায়, আরজি কর, বাংলাদেশ, মেয়েরা রাত দখল করো‘নির্বাচন না করে জিতে আসিনি, নির্বাচন ... more
‘নির্বাচন না করে জিতে আসিনি, নির্বাচন করেছিল EC, বাংলাদেশ নিয়ে…' আর জি কর-এ চিকিৎসক হত্যার শাস্তির দাবিতে সভা মঞ্চ থেকে ঠিক কী বললেন মমতা?
মঞ্চে তখন সায়নী থেকে শতাব্দী, নয়না, শশী, থেকে মহুয়া, সায়ন্তিকা, চন্দ্রিমা, অদিতি, দোলা, লাভলিরা। তাঁরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে। আর সেই মঞ্চ থেকেই একের পর এক জোরালো বার্তা দিলেন দিদি। এর আগে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে এদিন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের কড়া শাস্তির দাবিতে মিছিলের ডাক দিয়েছিলেন। শুক্রবার দুপুরে মৌলালি থেকে ডোরিনা পর্যন্ত তিনি মিছিল করেন। মিছিল শেষে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠেন। স্লোগান দেন, ‘দোষীদের শাস্তি’র। বলেন, ‘আমরা রাজ্য সরকার দাবি করছি ফাঁসির’। (Photo by DIBYANGSHU SARKAR / AFP)
(AFP) পরবর্তী ফটো গ্যালারি