পরবর্তী খবর
বাংলা নিউজ > হাতে গরম > দিল্লিতে কার্ডবোর্ড কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪টি ইঞ্জিন
দিল্লির বাওয়ানা শিল্প তালুকে কার্ডবোর্ড কারখানায় ভয়াবহ আগুন লাগল। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছল দমকলের ১৪টি ইঞ্জিন।
দিল্লি ফায়ার সার্ভিসেস-এর ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানার ভিতরে কেউ আটকে পড়েছেন বলেও জানা যায়নি।
রবিবার সকাল ৭.৫৫ নাগাদ কার্ডবোর্ড কারখানার ভিতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বেরোতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। বেলা ১২টা পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, আগুন নেভানোর কাজ চলছে।
দিল্লির ২৯টি শিল্প তালুকের মধ্যে বাওয়ানা অন্যতম। অন্যান্য শিল্প তালুকগুলির মধ্যে রয়েছে নারায়ণা, কীর্তি নগর, ওখলা, নরেলা ইত্যাদি।
মাত্র দুই দিন আগেই আগুন লেগেছিল দরিয়াগঞ্জে পোশাকের গুদামে। রাত ৩টে নাগাদ আগুন লাগে। ফায়ার ব্রিগেডের ৭টি ইঞ্জিন দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।