ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন (CSTM)-এ বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। কোনও লিখিত পরীক্ষা নয়। শুধুমাত্র যোগ্যতা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে আবেদনকারীদের নির্বাচন করা হবে। আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দা।কোন কোন পদে নিয়োগ?১. মেডিকেল সোশ্যাল ওয়ার্কার।২. প্রজেক্ট কো-অর্ডিনেটর।৩. ফার্মাসিস্ট : B.Pharma পাশ।৪. ল্যাবরেটরি টেকনিশিয়ান : মেডিক্যাল টেকনোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা।৫. জুনিয়র নার্স : B.Sc নার্সিং পাশ।৬. ফিল্ড ওয়ার্কার : যেকোনো বিদ্যালয় থেকে অষ্টম পাশ।৭. অ্যাটেডেন্ট : প্রাইমারি স্কুল সার্টিফিকেট।কীভাবে আবেদন করবেন? (How To Apply)Email :ইমেলের মাধ্যমে আবেদন করতে পারেন।ইমেল আইডি : directorstm18@gmail.comSpeed Post :কাগজে আবেদন করে তার সঙ্গে বায়োডাটা, পরীক্ষার মার্কশিট, কাজের অভিজ্ঞতা, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেল আইডি ইত্যাদি উল্লেখ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে পারেন।ঠিকানা : School of Tropical Medicine, 108 C R Avenue, Kolkata – 700073আবেদনের শেষ তারিখ : ২২ মে, ২০২১বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট http://www.stmkolkata.org/ ভিজিট করুন।