আইসিসি টি২০ বিশ্বকাপে অবশেষে সেমিফাইনালের গণ্ডি টপকাতে পেরেছে দঃ আফ্রিকা ক্রিকেট দল। টানা সাতবার বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর অবশেষে পালাবদল ঘটিয়েছেন প্রোটিয়া ক্রিকেটাররা। চোকার্স তকমা ঘুঁচিয়ে এসেছে ফাইনালে। এর নেপথ্য কারিগর অবশ্যই তাঁদের অধিনায়ক এইদেন মার্করাম। স্রেফ ব্যাট হাতে রান বা মাঠে অধিনায়কত্ব করার জন্য নয়। পরিসংখ্যান বলছে, মার্করামের আইসিসি ইভেন্টে ভাগ্য দুর্ধর্ষ। এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে ১০০ শতাংশ জয়ের ট্র্যাক রেকর্ড ধরে রেখেছেই প্রোটিয়াদের অধিনায়ক। এইদেন মার্করামের সেই চ্যাম্পিয়ন্স লাকে ভর দিয়েই প্রথমবার আইসিসি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা শুরু করে দিচ্ছে দঃ আফ্রিকার ক্রিকেট সমর্থকরা।
আরও পড়ুন-বিশ্বকাপে ডাহা ফেল অজিরা, টি২০ দলে কি আসবে বড় বদল?ভেতরের কথা ফাঁস করলেন হেজেলউড
আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে নিজে অপরাজিত থেকেই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন প্রোটিয়া অধিনায়ক। করেছেন ২৩ রান। সামনে আর একটা ম্যাচ, সেই ফাইনাল জিততে পারলেই দেশের ইতিহাসে নাম লিখিয়ে ফেলবেন ২৯ বছর বয়সী এই ব্যাটার। ফাইনাল ম্যাচের আগে তাঁকে এবং তাঁর দলকে ভরসা দিচ্ছে মার্করামের আইসিসি বিশ্বকাপে পরিসংখ্যান। ব্যক্তিগত ব্যাটিং পরিসংখ্যান তেমন নজরকাড়া না হলেও অধিনায়ক হিসেবে কিন্তু ব্যাপক সফল প্রোটিয়াদের এইদেন মার্করাম। টেম্বা বাভুমাকে সরিয়ে তাঁর হাতে টি২০ অধিনায়কত্ব তুলে দিয়ে যে প্রোটিয়াদের ক্রিকেট বোর্ড কোনও ভুল করেনি সেটাই প্রমাণ করে দিয়েছেন তিনি।
আরও পড়ুন-জাদেজার থেকে অক্ষর-কুলদীপ ভালো, খারাপ ফর্ম শুরু হতেই খোলস ছেড়ে বেরলেন মঞ্জরেকর
পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত আইসিসির বিশ্বকাপের ইভেন্টে মোট ১৬টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন মার্করাম। অবাক বিষয় হল, সেই ১৬টি ম্যাচেই তিনি জিতেছেন। ২০১৪ সালে অনূর্ধ্ব ১৯ দঃ আফ্রিকা দলের অধিনায়ক ছিলেন মার্করাম, সেবার তাঁর দল ৬টির মধ্যে ৬টি ম্যাচেই জিতে চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২৩ ওডিআই বিশ্বকাপে টেম্বা বাভুমা অধিনায়কের দায়িত্বে থাকলেও দুটি ম্যাচে এইদেন মার্করাম অধিনায়কত্ব করেছিলেন, সেই দুটি ম্যাচেই জেতে প্রোটিয়ারা। এবারের টি২০ বিশ্বকাপে গ্রুপ স্টেজ, সুপার ৮ এবং সেমিফাইনাল মিলিয়ে এখনও পর্যন্ত ৮টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি। সব কটি ম্যাচেই দলকে জিতিয়ে ফাইনালে তুলেছেন মার্করাম। ফলে এই পরিসংখ্যান ফাইনালের আগে প্রতিপক্ষ দলকে চিন্তায় রাখতে বাধ্য।
আরও পড়ুন-বিশ্বকাপে দুই অধিনায়কের কীভাবে এত মিল? দেখে মনে হবে যজম ভাই রোহিত-বাটলার
আইসিসি ইভেন্ট ছাড়াও দক্ষিণ আফ্রিকা প্রিমিয়র লিগেও গত দুবছর ধরে অধিনায়ক হিসেবে সফল এইদেন মার্করাম। তাঁর দলই চ্যাম্পিয়ন হয়েছে সেদেশের ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগে। দঃ আফ্রিকার বোলিং সহায়ক উইকেটে অবশ্য ব্যাট হাতে এবারে এইদেন মার্করাম তেমন জ্বলে উঠতে পারেননি। তবে দল জেতায় সেসব নিয়ে আর প্রশ্ন ওঠার জায়গা নেই।