Syed Mushtaq Ali Trophy 2023: চোখ রাখুন দিল্লি, মুম্বই, কর্ণাটক ও তামিলনাড়ুর স্কোয়াডে। দেখে নিন কোন কোন তারকারা এবার সৈয়দ মুস্তাক আলিতে মাঠ মাতাবেন।
রাসেলের সঙ্গে সুয়াশ শর্মা। ছবি- এএফপি।
আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে নিশ্চিতভাবেই তারকার সমাহার দেখা যাবে। শুধু আইপিএলের প্রস্ততি মঞ্চ হিসেবেই নয়, বরং ২০২৪ টি-২০ বিশ্বকাপের আগে জাতীয় নির্বাচকদের নজরে থাকার চেষ্টা করবেন অভিজ্ঞ ও উঠতি ক্রিকেটাররা। আপাতত দেখে নেওয়া যাক মুস্তাক আলির জন্য দিল্লি, মুম্বই, কর্ণাটক ও তামিলনাড়ু দলে কোন কোন চমক রয়েছে।
সৈয়দ মুস্তাক আলির জন্য দিল্লির স্কোয়াড:-
১. দিল্লিকে নেতৃত্ব দেবেন যুব বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক যশ ধুল, যিনি গত এমার্জিং এশিয়া কাপে ভারতীয় দলের ক্যাপ্টেন্সি করেন।
২. দিল্লির হয়ে মাঠে নামবেন অভিজ্ঞ ইশান্ত শর্মা। জাতীয় দলের আঙিনা থেকে দূরে থাকলেও আইপিএলে লাইফ-লাইন পেয়েছেন তারকা পেসার। টি-২০ বিশ্বকাপের কথা মাথায় নিয়ে আসা মুশকিল, তবে পরবর্তী ইন্ডিয়ান প্রিমিয়র লিগের জন্য নিজেকে প্রস্তুত রাখতেই সৈয়দ মুস্তাক আলিতে খেলতে দেখা যাবে ইশান্তকে।
৩. দিল্লির হয়ে মাঠে নামতে দেখা যাবে নভদীপ সাইনি, সুয়াশ শর্মা, আয়ুষ বাদোনি, হর্ষিত রানা, ললিত যাদব, হৃত্বিক শোকিন, মায়াঙ্ক যাদবের মতো তারকাদের। উল্লেখ্য, কেকেআরের হয়ে গত আইপিএলে মাঠ মাতানোর পরে এই প্রথমবার দিল্লির হয়ে মাঠে নামতে দেখা যাবে সুয়াশকে। অর্থাৎ, বিসিসিআইয়ের ঘরোয়া ক্রিকেটে হাতেখড়ি হবে তাঁর।
৩. মুম্বইয়ের হয়ে মাঠে নামতে দেখা যাবে না পৃথ্বী শ-কে। কাউন্টি খেলতে গিয়ে চোট পান পৃথ্বী। সেই থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। মুম্বইয়ের মুস্তাক আলি স্কোয়াডে নাম নেই পৃথ্বীর।