বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > হিসাবে ভুল করে ফেলে আফগানিস্তান, রশিদরা জানতেন না কত ওভারে কত রান তুলে জিতলে সুপার ফোরে যাওয়া যাবে
পরবর্তী খবর

হিসাবে ভুল করে ফেলে আফগানিস্তান, রশিদরা জানতেন না কত ওভারে কত রান তুলে জিতলে সুপার ফোরে যাওয়া যাবে

ভালো খেলেও হতাশ হয়ে মাঠ ছাড়ছেন রশিদ। ছবি- এপি।

Sri Lanka vs Afghanistan Asia Cup 2023: ৩৭.১ ওভারের পরেও যে ম্যাচ জিতে সুপার ফোরে ওঠা যাবে, আফগান ক্রিকেটারদের এটা কেউ জানাননি। ফলে হাল ছেড়ে দেন রশিদরা। শেষমেশ জয়ের চেষ্টা না করেই জয়ের দোরগোড়া থেকে ফিরতে হয় আফগানিস্তানকে।

নিজেদের ভুলে ম্যাচ হারল, নাকি যথাযথ তথ্য না থাকার মাশুল দিতে হল আফগানিস্তানকে, জোরালো প্রশ্ন উঠতে পারে তা নিয়ে। মঙ্গলবার লাহোরে নিশ্চিত জয়ের দোরগোড়া থেকে ফিরতে হয় আফগানিস্তানকে। সেই সঙ্গে তাদের সুপার ফোরের দরজা থেকেও ফিরে আসতে হয়।

আফগানিস্তান কোচের দাবি যদি যথার্থ হয়, তবে এটা বলতে অসুবিধা নেই যে, আফগানিস্তান জানতই না কত ওভারে কত রান তুললে সুপার ফোরে পৌঁছনো যাবে। তাদের কাছে অর্ধেক ও অস্পষ্ট তথ্য ছিল।

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে শুধু জিতলেই হতো না, বরং সুপার ফোরে পৌঁছনোর জন্য বড় ব্যবধানে ম্যাচ জিততে হতো আফগানিস্তান দলকে। কেননা জয়ের ২ পয়েন্ট ছাড়াও তাদের নেট রান-রেট বাড়িয়ে বি-গ্রুপের প্রথম দুইয়ে ঢুকতে হতো।

গদ্দাফি স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তাতে সুবিধা হয় আফগানিস্তানের। কেননা নেট রান-রেট বাড়িয়ে নিতে হলে রান তাড়া করাই সুবিধাজনক। টস হারা সত্ত্বেও সেই সুযোগ পেয়ে যায় আফগানিস্তান।

শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৯১ রান তোলে। নেট রান-রেটের নিরিখে গ্রুপের প্রথম দুইয়ে ঢুকতে হলে আফগানিস্তানকে ৩৭.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ২৯২ রান তুলতে হতো। নাহলে জিতেও কোনও লাভ হতো না আফগানদের।

আরও পড়ুন:- World Cup 2023: বাতিলের তালিকা দীর্ঘ, ২০১৯-এ ভারতীয় দলে থাকা এই ৯ ক্রিকেটার ২০২৩-এর বিশ্বকাপ স্কোয়াডে নেই

ব্যাট করার সময় আফগান ক্রিকেটারদের মাথায় ছিল একটিই মাত্র তথ্য। জিততে হবে ৩৭.১ ওভারে। ঝড়ের গতিতে রান সংগ্রহ করে তারা ৩৭ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৮৯ রান তুলে ফেলে। সুতরাং, ১ বলে ৩ রান করলেই ম্যাচ জয়ের পাশাপাশি সুপার ফোরের টিকিটও পেয়ে যেত আফগানিস্তান। তবে ৩৭.১ ওভারে ধনঞ্জয়া ডি'সিলভার বলে আউট হয়ে বসেন মুজিব উর রহমান। ক্রিজের অপর প্রান্তে ছিলেন রশিদ খান, যিনি ততক্ষণে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৭ রান সংগ্রহ করে ফেলেছেন।

আফগানিস্তান ভাবে যে, এর পরে আর ম্যাচ জিতেও কোনও লাভ হবে না তাদের। তাই রীতিমতো হতাশ দেখায় রশিদদের। নতুন ব্যাটসম্যান ফজলহক ফারুকি ক্রিজে এসে ডিফেন্স করে নিজের উইকেট বাঁচানোর চেষ্টা করেন। তাঁর ও রশিদের ধারণা ছিল সুপার ফোরে যাওয়ার আর সুযোগ নেই। তাই সুযোগ থাকা সত্ত্বেও সিঙ্গল নিয়ে স্ট্রাইকার প্রান্তে পৌঁছননি রশিদ।

কিন্তু চমকটা হল যে, তার পরেও সুপার ফোরে যাওয়ার সুযোগ ছিল আফগানিস্তানের, যেটা তারা জানতই না। শ্রীলঙ্কার ২৯১ রানের জবাবে আফগানিস্তানকে ২৯২ রান তুলতে হতো ৩৭.১ ওভারে। তবে তার থেকে বেশি ওভারে জয় তুলেও সুপার ফোরে যেতে পারতেন রশিদরা। সেক্ষেত্রে ২৯২ রানের বদলে আরও একটু বেশি রান করে জিততে হতো তাদের।

কীভাবে বেশি রান সংগ্রহ করে ম্যাচ জয়ের সুযোগ ছিল রশিদদের সামনে?

২৮৯ রানে দাঁড়িয়ে থাকা আফগানিস্তান যদি সেখান থেকে ১টি ছক্কা হাঁকাত, তাহলে তাদের স্কোর দাঁড়াত ২৯৫ রান। সেক্ষেত্রে ২৯২-এর বদলে বাড়তি ৩ রানের জন্য নেট রান-রেট বাড়তে পারত আফগানদের। ৩৭.৪ ওভারে আফগানিস্তান ২৯৫ রান তুললে ম্যাচ জয়ের পাশাপাশি সুপার ফোরেও পৌঁছে যেত তারা।

অর্থাৎ, ফজলহক যদি ক্রিজে এসে ৩ বলের মধ্যে ১টি ছক্কা মারতেন, তাহলেও লক্ষ্যে পৌঁছে যেত আফগানিস্তান। কিন্তু সেই টার্গেটটাই জানা ছিল না রশিদদের। তাই তাঁরা ৩৭.১ ওভারের পরে আর চেষ্টাও করেননি বড় শট খেলার। আফগানিস্তান কার্যত হাল ছেড়ে দেয়।

এমনকি আফগানিস্তান যদি সেখান থেকে দু'টি সিঙ্গল বা একটি ২ রান নিয়ে ম্যাচ টাই করত এবং তার পরে ১টি ছক্কা হাঁকাত, তাহলে তারা ২৯৭ রানে পৌঁছে ম্যাচ জিতত। সেক্ষেত্রে ৩৮.১ ওভারের ম্যাচে ২৯৭ রানে পৌঁছলেও সুপার ফোরে যেতেন রশিদরা। শেষমেশ ৩৭.৪ ওভারে ফজলহক আউট হয়ে বসেন এবং ২ রান ম্যাচ হারে আফগানিস্তান।

এশিয়া কাপ সংক্রান্ত যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোর আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে

আফগানিস্তান কী জানত:-

আফগানিস্তান জানত ২৯১ রানের জবাবে ব্যাট করতে নেমে তাদের জয় তুলে নিতে হবে ৩৭.১ ওভারে। নাহলে জিতেও লাভ নেই।

আফগানিস্তান কী জানত না:-

২৯১ রানের জবাবে ২৯২ রান তুলেই যে ম্যাচ জিততে হবে, এমন কোনও কথা নেই। আফগানিস্তান একবারও ভাবেনি যে, তারা ২৯১ রানের জবাবে ২৯৭ রান পর্যন্ত তুলে ম্যাচ জিততে পরেত। তাহলে তাদের নেট রান-রেট বাড়ত।

কত ওভারে কত রান তুললে আফগানিস্তান সুুপার ফোরে যেত:-

১. আফগানিস্তান ৩৭.১ ওভারে ২৯২ বা তারও বেশি রান তুলে ম্যাচ জিতলে সুপার ফোরে যেত।

২. আফগানিস্তান ৩৭.৪ ওভারে ২৯৫ রান তুলে ম্যাচ জিতলে তারা সুপার ফোরে যেত।

৩. আফগানিস্তান ৩৭.৫ ওভারে ২৯৫ রান তুললে শ্রীলঙ্কার সঙ্গে তাদের নেট রান-রেট সমান হতো। সেক্ষেত্রে টসের মাধ্যমে নির্ধারিত হতো কারা সুপার ফোরে যাবে।

৪. আফগানিস্তান ৩৮.১ ওভারে ২৯৭ রান তুলে ম্যাচ জিতলে তারা সুপার ফোরে জায়গা করে নিত।

আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট সাংবাদিক সম্মেলনে জানান যে, এমন সব সম্ভাবনার কথা তাঁদের জানা ছিল না। তাঁদের শুধু বলা হয় যে, ৩৭.১ ওভারে জিততে হবে। অর্থাৎ, ম্যাচ অফিসিয়ালদের প্রতি প্রকারান্তরে আঙুল তোলেন আফগান কোচ।

Latest News

মাথায় শোলার মুকুট, পরনে বেনারসি, এবার বিয়ের পিঁড়িতে রাইমা? পাত্র কে জানেন? দোসার স্বাদ ভুলতে পারবে না বাড়ির লোক! বানিয়ে ফেলুন এই স্পেশাল ডাল দিয়ে ‘ECB-র আরও আগেই পতৌদির নামাঙ্কিত পদকের কথা ঘোষণা করা উচিত ছিল’! ক্ষুব্ধ ফারুখ আজ ৩০ জুন থেকে সিংহ সহ বহু রাশির জীবনে আসতে চলেছে সমৃদ্ধি! কৃপার মেজাজে মঙ্গল হুগলির ৪টি সমবায় সমবায় নির্বাচনে সবুজ ঝড়, বড় জয় পেল তৃণমূল কংগ্রেস ফের হিংসা মণিপুরে! আততায়ীদের গুলিতে ঝাঁঝরা মহিলা সহ ৪ জন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ইন্দ্রদীপ দাশগুপ্ত, এখন কেমন আছেন? 'ক্যাপ্টেন কুল'-র ট্রেডমার্কের জন্য আবেদন ধোনির! মিলল অনুমতি, রয়েছে কলকাতা যোগও মহরম ২০২৫ সালে কবে পালন করা হবে? কোন ঘটনা এর নেপথ্যে? জানুন ইতিহাস ও গুরুত্ব কসবাকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের মামলা

Latest cricket News in Bangla

‘ECB-র আরও আগেই পতৌদির নামাঙ্কিত পদকের কথা ঘোষণা করা উচিত ছিল’! ক্ষুব্ধ ফারুখ ফের অর্ধশতরান হাতছাড়া বৈভব সূর্যবংশীর, ইংল্যান্ড সফরে টানা ৩ ম্যাচে ব্যর্থ আয়ুষ সিরিজের আগেই তো হেরে বসে আছে ভারত! গিলের অধিনায়কত্বে ক্ষোভ ইংল্যান্ড তারকার পাকিস্তান রয়েছে পাকিস্তানেই! কোচের পদ নিয়ে মিউজিক্যাল চেয়ার চলছে! দায়িত্বে আজহার দঃ আফ্রিকার অধিনায়ক হয়েই বড় নজির! টেস্টে ২০০ উইকেটের মাইলস্টোন মহারাজের বুমরাহ বোলিং করতে আসার আগেই রান তুলে নিতে চাইছিলাম! অকপট ইংরেজ ব্যাটার উইলিয়ামসের শতরান সত্ত্বেও প্রোটিয়াদের বিরুদ্ধে ১ম ইনিংসে পিছিয়ে পড়ল জিম্বাবোয়ে ফের শতরান ডু'প্লেসির, পোলার্ডের ঝোড়ো ইনিংস সত্ত্বেও ৭ ম্যাচে ৬ নম্বর হার MI-এর দুরন্ত ছয় হাঁকানোর পরেই, মাটিতে লুটিয়ে পড়েন, খেলার মাঝেই প্রয়াত ব্যাটার- ভিডিয়ো উইকেট তো নিতে পারছেন না, অন্তত ব্যাটে রানই করুক! টানা ব্যাটিং প্র্যাকটিস সিরাজের

IPL 2025 News in Bangla

রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়! বিক্রি হতে পারে আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন RCB-র ফ্র্যাঞ্চাইজি: রিপোর্ট প্রীতি জিন্টার প্রশ্ন শুনে অবাক রিকি পন্টিং! কী বললেন পঞ্জাব কিংসের হেড স্যার? চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খুললেন সুনীল গাভাসকর বিরাট কোহলির জন্য ক্যাপ্টেনের প্রচলিত রীতি ভাঙলেন RCB-র অধিনায়ক রজত পতিদার অধিনায়ক হিসেবে রোহিত-গিলকে চ্যালেঞ্জ দেওয়া শুরু শ্রেয়সের! বলছেন BCCI কর্তারাই

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.