শুভব্রত মুখার্জি: সোমবারেই ভারতীয় ঘরোয়া ক্রিকেটে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। আলোড়ন ফেলে দিয়েছেন প্রখর চতুর্বেদী। কোচবিহার ট্রফিতে এক ধুন্ধুমার ইনিংস খেলে তিনি চলে এসেছেন খবরের শিরোনামে। ৪০৪ রানের একটি অনবদ্য ইনিংস উপহার দিয়েছেন তিনি। সোমবার কোচবিহার ট্রফির ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে এই নজির গড়া ইনিংস খেলেছেন প্রখর। অনুর্ধ্ব-১৯ টুর্নামেন্টে তিনি ভেঙে দিয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের নজির। আর যাঁর নজির ভেঙেছেন, সেই যুবরাজ সিংয়ের গলাতেই শোনা গেল প্রখরের উচ্ছ্বসিত প্রশংসা। পাশাপাশি যুবির স্পষ্ট বক্তব্য, রেকর্ড হয়, ভাঙার জন্যই!
আরও পড়ুন: শেষ ওভারে ম্যাথিউজকে ঠেঙিয়ে ২৪রান নিল জিম্বাবোয়ে, ৪ উইকেটে রোমহর্ষক জয় সিকান্দার রাজার দলের
প্রসঙ্গত যুবরাজ সিংয়ের ২৫ বছর আগে গড়া নজির ভেঙে দিয়েছেন প্রখর। এত দিন পর্যন্ত অনুর্ধ্ব-১৯ পর্যায়ের প্রতিযোগিতায় ভারতের ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রান করার নজির ছিল যুবরাজ সিংয়ের। সেই নজির ভেঙে দিয়েছেন প্রখর। ১৯৯৯ সালে পঞ্জাবের হয়ে খেলার সময়ে এই নজির গড়েছিলেন যুবরাজ সিং। তিনি বিহারের বিরুদ্ধে করেছিলেন ৩৫৮ রান। ঘটনাচক্রে, সেই বিহারের দলে ছিলেন ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যুবরাজের সেই নজির সোমবার ৪০৪ রান করে ভেঙে দিয়েছেন প্রখর চতুর্বেদী।
আরও পড়ুন: এমন কোন গুণ ধোনি, কোহলি, সচিনের নেই কিন্তু তাঁর আছে, নিজের মুখেই জানালেন সৌরভ
নিজের এক্স হ্যান্ডেলে যুবরাজ সিং লিখেছেন, ‘আমি এটা দেখে খুব খুশি (প্রখর চতুর্বেদীর নজির গড়া ইনিংস প্রসঙ্গে)। রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য। আমি খুব খুশি এটা দেখে যে, ভারতীয় ব্যাটিং নিশ্চিত হাতে রয়েছে।’ প্রসঙ্গত প্রখর ৬৩৬ বল খেলে ৪০৪ রান করেছেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৪৬ টি চারে। হাঁকিয়েছেন তিনটি ছয়ও। ভারতের ঘরোয়া ক্রিকেট থেকে সব ধরনের ক্রিকেট এবং সব ফর্ম্যাট মিলিয়ে সর্বাধিক রানের নজির রয়েছে বিজয় জোলের। তিনি মহারাষ্ট্রের হয়ে খেলার সময়ে এই নজির গড়েছিলেন। আসমের বিরুদ্ধে ২০১১-১২ মরশুমে অপরাজিত ৪৫১ রানের ইনিংস খেলেছিলেন। যুবরাজ সিংয়ের নজির ভাঙলেও বিজয় জোলের নজির ভাঙতে পারেননি প্রখর। তবে যুবরাজ সিংয়ের নজির ভাঙার পরে প্রখর জানিয়েছেন, তাঁর নাকি এখনও বিশ্বাস হচ্ছে না, তিনি এই নজির ভেঙেছেন।