দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে যুক্ত হলেন ম্যাথিউ মট। আগামী আইপিএল ২০২৫ মরশুমের জন্য দিল্লি ক্যাপিটালসের নয়া সহকারী কোচ হিসেবে যুক্ত হলেন এই তারকা বিদেশি কোচ। ২০২৪ সালের অক্টোবর মাসেই দিল্লির হেড কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা সৌরভ-সচিনদের একসময়ের সতীর্থ হেমাং বাদানি। এবার তাঁর সঙ্গেই কাজ করবেন ম্যাথিউ মট।
দিল্লি ক্যাপিটলস দলের কোচিং স্টাফের মধ্যে রয়েছেন বেনুগোপাল রাও এবং প্রাক্তন মিডিয়াম পেসার মুনাফ প্যাটেলও। বোলিং কোচ হয়েছেন মুনাফ, আর ডিরেক্টর অফ ক্রিকেট করা হয়েছে বেনুগোপালকেয এবারে আইপিএলের নিলামের আগেই দলের কোচিং বিভাগ পুরো খোলনলচে বদলে ফেলে দিল্লি শিবির।
২০০৮ এবং ২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে যুক্ত ছিলেন ম্যাথিউ মট। সেই সময় কেকেআরের কোচ ছিলেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলে কাজ করা জন বুকানন। সাম্প্রতিক সময় ম্যাথিউ মট শিরোনামে উঠে এসেছিলেন ইংল্যান্ড ক্রিকেট দলকে টি২০ বিশ্বকাপে সাফল্য এনে দিয়ে।
২০২২ সালে ম্যাথিউ মটের কোচিংয়েই ইংল্যান্ড প্রথমবার টি২০ বিশ্বকাপ জেতে। একই সঙ্গে তাঁরা বিশ্বক্রিকেটের প্রথম দল হিসেবে ওডিআই বিশ্বকাপ এবং টি২০ বিশ্বকাপ একইসঙ্গে জেতার নজির রাখে। যদিও ২০২৩ সালেই ম্যাথিউকে পদ থেকে সরিয়ে দেয় ইসিবি, কারণ টি২০ বিশ্বকাপ পরবর্তী ইংল্যান্ডের পারফরমন্স তেমন ভালো ছিল না।
২০২৩ সালের সেপ্টেম্বরে বিগ ব্যাশ লিগের দল সিডনি সিক্সার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। ৩ বছরের জন্য সেই দলের সঙ্গে চুক্তি হয় তাঁর। স্রেফ পুরুষ দলের সঙ্গেই নন, ম্যাথিউ মটের সাফল্য রয়েছে অস্ট্রেলিয়া মহিলা দলের সঙ্গেও। সেখানে ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে তাঁর কোচিংয়েই অজিদের মহিলা ব্রিগেড জোড়া টি২০ বিশ্বকাপ এবং ১টি ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল।
তাঁর আগমনে দিল্লির ভাগ্য বদল হয় কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। দিল্লি এখনও পর্যন্ত আইপিএলের ট্রফি জিততে পারেনি। এত বছরে ফাইনাল খেলেছে মাত্র ১বার, ২০২০ সালে। গতবার আইপিএলে ষষ্ঠ স্থানে শেষ করে তাঁরা। কুলদীপ, অক্ষর স্টাবসদের রিটেন করলেও এখনও দিল্লি ক্যাপিটালস শিবির তাঁদের অধিনায়কের নাম ঘোষণা করেনি পন্তের বিদায়ের পর। প্রসঙ্গত ২৪ মার্চ লখনউয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে তাঁরা।