মেলবোর্ন ও সিডনি টেস্টের অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন ব্যাটার নাথান ম্যাকসুইনি। তাঁর পরিবর্তে দলে এসেছেন স্যান কনস্টাস। দুটি টেস্টেই আর ম্যাকসুইনিকে দেখতে পাওয়া যাবে না। এছাড়াও দলে এসেছেন অলরাউন্ডার বিউ ওয়েবস্টার এবং সন অ্যাবট। ঝাই রিচার্ডসনকেও ১৫জনের স্কোয়াডে রাখা হয়েছে মেলবোর্ন এবং সিডনি টেস্টের।
খোয়াজার সঙ্গী কে?
ব্যাট হাতে ওপেনিংয়ে উসমান খোয়াজার সঙ্গে কে নামবেন। বুমরাহর সামনে যে কোনও অস্ট্রেলিয়ান ওপেনারই দাঁড়াতে পারছেন না। যেমন ম্যাকসুইনি, তেমনই অবস্থা খোয়াজার। এই অবস্থায় যদি স্যান কনস্টাসকে নামানো হয়, সেক্ষেত্রে তিনি প্যাট কামিনসের পর কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টেস্টে অজিদের জার্সিতে অভিষেক করবেন।
ম্যাকসুইনিকেই একমাত্র বাদ দেওয়া হয়েছে-
অস্ট্রেলিয়া দলের একমাত্র প্লেয়ার হিসেবে ম্যাকসুইনিকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তিনটি টেস্ট মিলে এই সিরিজে এখনও পর্যন্ত মাত্র ৭২ রান করেছিলেন এই ওপেনার। ফলে তাঁর পরিবর্ত হিসেবে স্যাম কনস্টাসের খেলার সম্ভাবনাই বেশি। পরের দুই ম্যাচ জিতে নিতে পারলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও নিশ্চিত হয়ে যাবে অজিদের।
আরও পড়ুন- নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
ধারাবাহিকভাবে সফল কনস্টাস-
আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পাশাপাশি সম্প্রতি প্রাইম মিনিস্টার্স ইলেভেনের হয়েও ভারতীয় দলের বিরুদ্ধে শতরান করেছিলেন এই ব্যাটার। ফলে স্যান কনস্টাসের দিকেই পাল্লা ভারি ওপেনিংয়ে অভিষেক করার। এটদিকে চোটের জন্য গোটা সিরিজ থেকে ছিটকে গেছেন জোস হেজেলউড, তাঁর পরিবর্তে দলে এসেছেন ঝাই রিচার্ডসন এবং সন অ্যাবট। দুই পেসারের মধ্যে কেউই খেলবেন হেজেলউডের পরিবর্তে।
আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য…
দলের ব্যালেন্স বেড়েছে মনে করছেন বেলি-
অজিদের নির্বাচক কমিটির চেয়ারম্যান মনে করছেন, ‘স্যাম প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছে। ওর ব্যাটিং স্টাইল অনেকের থেকে আলাদা, আমরা আশাবাদী ও সুযোগ পেলে ভালো খেলবে এবং ওর খেলারও উন্নতি হবে। এই টেস্ট স্কোয়াডে অনেক বিকল্প রয়েছে শেষ দুই টেস্টের প্রথম একাদশ বেছে নেওয়ার জন্য। হেজেলউডের পরিবর্তে ফাস্ট বোলিংয়ে রিচার্ডসনের থাকা অনেকটা শক্তি যোগ করে। ও ঘরোয়া ক্রিকেটেও ভালো খেলেছে ’।
আরও পড়ুন- বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
দল থেকে বাদ দিলেও ম্যাকসুইনির পাশেই দাঁড়াচ্ছেন বেলি। তাঁর কথায়, ‘ভবিষ্যৎে টেস্টে সফল হওয়ার সব মশলাই মজুত রয়েছে নাথান ম্যাকসুইনির মধ্যে। ওকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা আমাদের কাছে কঠিনই ছিল। টপ অর্ডার ব্যাটারদের কাছে কঠিন চ্যালেঞ্জই ছিল গোটা সিরিজে, আমরা পরের দুই ম্যাচে অন্য লাইন আপ তৈরি রাখতে চেয়েছি। ’।