ভারতের টেস্ট দল থেকে ছেড়ে দেওয়া হল হর্ষিত রানাকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ব্যাকআপ ক্রিকেটার হিসেবে দলে ছিলেন তিনি। এরফলে আসন্ন রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে খেলতে দেখা যাবে এই তরুণ ভারতীয় পেসারকে। দিল্লির আরেক ক্রিকেটার নভদীপ সাইনি ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরের জন্য ডাক পাওয়ায় রানাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল দিল্লি ক্রিকেট বোর্ডের তরফে। সেই ডাকে সারা দিয়েই ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত। ভারত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। সেই দলের সঙ্গেই রিজার্ভ ক্রিকেটার হিসেবে সফর করছিলেন রানা। তাঁকে ছেড়ে দেওয়ার ফলে এখন কিছুটা খেলার সময় পাবেন রানা। ভারতীয় দলের সঙ্গে সফর করলেও সুযোগ পাননি ম্যাচে। শেষ গতমাসে দলীপ ট্রফিতে বল হাতে তাঁকে দেখা গিয়েছিল।
হর্ষিত রানা বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজেও ভারতীয় দলে ছিলেন। কিন্তু সেখানেও ৩টি ম্যাচের ১টিতেও খেলার সুযোগ পাননি। রানার মতো নীতীশ কুমার রেড্ডি ও মায়াঙ্ক যাদবকেও ভারতের টেস্ট দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদেরও রঞ্জি ট্রফিতে নিজ নিজ রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে। ২২ বছরের রানাকে এবার রঞ্জি ট্রফিতে দিল্লির পেস বোলারদের নেতৃত্ব দিতে দেখা যাবে। এর আগে দিল্লি, ছত্তিশগড় এবং তামিলনাডুর বিরুদ্ধে ম্যাচ খেলেছে। যেখান থেকে মাত্র তারা ৪ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। দিল্লির জন্য পরের ম্যাচে জয় পাওয়া গুরুত্বপূর্ণ। পরবর্তী ম্যাচে অসমের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে দলে বেশ কিছু পরিবর্তন করতে দেখা যেতে পারে দিল্লি টিমকে। শেষে ম্যাচে হাতে চোট পান দিল্লির ওপেনার ধ্রুব কৌশিক, যেই কারণে আগামী কয়েক সপ্তাহ তাঁকে মাঠের বাইরেই থাকতে হবে।
উল্লেখ্য, হর্ষিত রানা IPL-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রতিনিধিত্ব করেন। এবছর বল হাতে নজর কাড়েন তিনি। যেই কারণে জাতীয় দলে ডাকও পান। তবে এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলা হয়নি তাঁর। IPL-এ এখনও পর্যন্ত KKR-এর হয়ে রানা মোট ২১টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি উইকেট নিয়েছেন ২৫টি। এই মরশুমে কলকাতার হয়ে ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন তিনি। KKR-কে IPL ২০২৪ চ্যাম্পিয়ন করার পিছনে তাঁর ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল এবার। এখন দেখার এই পেসার কবে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে পারেন।