ILT20 2024: আমিরশাহির টি-২০ লিগ থেকে নির্বাসিত হলেন আফগানিস্তানের তারকা পেসার নবীন উল হক।
আইপিএলে বিরাট কোহলি ও নবীন উল হকের ঝামেলা। (ছবি-টুইটার)
আইপিএলে বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়ানো ক্রিকেটারকে নির্বাসিত করল আইএল টি-২০। নিতান্ত অল্প দিনের জন্য নয়, বরং আফগান তারকার জন্য দীর্ঘ ২০ মাস বন্ধ থাকবে আমিরশাহির নতুন টি-২০ লিগের দরজা। আফগানিস্তানের তারকা পেসার নবীন উল হক ২০ মাসের জন্য নির্বাসিত হলেন আন্তর্জাতিক লিগ টি-২০ থেকে।
শারজা ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গের জন্যই এমন শাস্তি দেওয়া হয় নবীনকে। টুর্নামেন্টের নতুন মরশুমের জন্য নবীনের সঙ্গে চুক্তি নবীকরণ করতে চেয়েছিল শারজা ফ্র্যাঞ্চাইজি। দল ধরে রাখতে চাইলেও নবীন আসন্ন মরশুমে শারজার হয়ে মাঠে নামতে চান না। এমনকি ইন্টারন্যাশনাল লিগ টি-২০'তেই খেলতে চান না তিনি। পরিবর্তে আফগান পেসার প্রাধান্য দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগ এসএ-২০'কে।
আইএল টি-২০'র দ্বিতীয় আসর বসবে নতুন বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে। একই সময়ে খেলা হবে এসএ-২০। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট লিগে নবীন মাঠে নামবেন ডারবান সুপার জায়ান্টসের হয়ে। আসলে ডারবান ফ্র্যাঞ্চাইজির মালিকানা রয়েছে আইপিএলের লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির হাতে। নবীন এই লখনউয়ের হয়েই আইপিএলে মাঠে নামেন। গত আইপিএলে আরসিবির বিরাট কোহলির সঙ্গে লখনউয়ের নবীন উল হকের ঝগড়া নিয়ে বিস্তর চর্চা হয়। যার পরে প্রায় প্রতি ম্যাচেই দর্শকদের টিপ্পনি হজম করতে হয় আফগান তারকাকে।
শারজা ওয়ারিয়র্স ২০২৩ সালে ইন্টারন্যাশনাল লিগ টি-২০'র উদ্বোধনী মরশুমের জন্য সই করায় নবীনকে। পরে তারা নতুন মরশুমের জন্য অফগান পেসারকে পুরনো শর্তেই ধরে রাখার নোটিশ পাঠায়, যা অগ্রাহ্য করেন নবীন। ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির তরফে টুর্নামেন্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টিতে হস্তক্ষেপের আর্জি জানানো হয়। আইএল টি-২০ কর্তৃপক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমে নবীনের সঙ্গে আলোচনা চালায়, যদিও ফলপ্রসূ হয়নি সেই আলোচনা।
ইন্টারন্যাশনাল লিগ টি-২০'র শৃঙ্খলারক্ষা কমিটি ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজি ও নবীন, উভয় পক্ষের মতামত জানা এবং যাবতীয় তথ্য-প্রমাণাদি যাচাই করার পরেই নবীনকে নির্বাসিত করার সিদ্ধান্ত নেয়। সুতরাং নবীন চাইলেও ২০২৪ ও ২০২৫ সালের আইএল টি-২০'তে মাঠে নামতে পারবেন না।