IND vs ENG 3rd Test: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দ্বিশতরান, ভারতীয় হিসেবে অনন্য নজির বিধ্বংসী যশস্বীর
Updated: 18 Feb 2024, 02:15 PM IST Tania Roy 18 Feb 2024 Yashasvi Jaiswal, India vs England 3rd Test, Don Bradman, Graeme Smith, Vinod Kambli, Team India, Indian Cricket Team, Bengali Sports News, যশস্বী জয়সওয়াল, ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট, টিম ইন্ডিয়া, ডন ব্র্যাডম্যান, গ্রেম স্মিথ, বিনোদ কাম্বলিমাত্র ২২ বছর বয়সেই সর্বোচ্চ দ্বিশতরানের তালিকাতে যুগ্ম ভাবে তিনে উঠে এসেছেন যশস্বী। তাঁর ঝুলিতে রয়েছে ২টি দ্বিশতরান। ভারতের বিনোদ কাম্বলিরও একই রেকর্ড রয়েছে। তবে এই তালিকার শীর্ষে রয়েছেন ডন ব্র্যাডম্যান। ২২ বছর বয়সে তাঁর দ্বিশতরানের সংখ্যা ছিল চারটি। এর পর রয়েছেন গ্রেম স্মিথ। তাঁর দ্বিশতরান ছিল ৩টি।
যশস্বীর ইনিংসে রয়েছে ১৪টি চার এবং ১২টি ছয়। তার মধ্যে রয়েছে জেমস অ্যান্ডারসনকে পরপর তিন বলে তিনটি ছক্কা। যশস্বী ভারতের প্রথম ব্যাটার হিসেবে ইতিমধ্যে টেস্টের এক ইনিংসে ১২টি ছক্কা হাঁকানোর নজির গড়ে ফেলেছেন। এটি টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ছয় মারার নজির। এই রেকর্ড রয়েছে একমাত্র পাকিস্তানের ওয়াসিম আক্রমের। ছবি: রয়টার্স
পরবর্তী ফটো গ্যালারি