ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় সোমবার ইশান কিষাণকে নিয়ে নতুন কথা শোনালেন। তিনি প্রথমে ইশানকে ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিয়েছিলেন। সেই প্রসঙ্গে তিনি পুরো ডিগবাজি খেয়ে গেলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১০৬ রানে জয়ের পর সাংবাদিকদের তিনি পুরো পাল্টি খেয়ে বলেন, ‘আমি বলিনি যে, ইশানকে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে।’
অথচ আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির আগে মোহালিতে দ্রাবিড় সাংবাদিকদের বলেছিলেন, ‘ইশান বিরতির জন্য অনুরোধ করেছিল। যে কারণে দক্ষিণ আফ্রিকা সফরের সময়ে আমরা সম্মত হয়েছিলাম। আমরা এই বিষয়টিকে সমর্থন করেছি। ও এখনও নিজেকে উপলব্ধ করেনি। ও যখন উপলব্ধ হবে, তখন ও ঘরোয়া ক্রিকেট খেলবে এবং নিজেকে নির্বাচনের জন্য উপলব্ধ করবে।’
আরও পড়ুন: চতুর্থ দিন পিচে ফাটল তৈরি হয়েছিল, ব্যাট করাটা কঠিন হয়ে উঠেছিল- ভারতের জয়ের পর স্বীকারোক্তি যশস্বীর
দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের সময়ে ইশান কিষাণকে দুম করে বিশ্রাম দেওয়া হয়েছিল। তার পরে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ বা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সিরিজের দলে তাঁকে রাখা হয়নি। দ্রাবিড় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, টিম ম্যানেজমেন্ট ইশানের বিরতি নেওয়ার সিদ্ধান্তকে সম্মান করে। পাশাপাশি তিনি যদি প্রথম-শ্রেণীর ম্যাচে তাঁর ফিটনেস প্রমাণ করেন, তবেই তিনি জাতীয় দলে ফিরে আসবেন।
অথচ ভাইজাগে পুরো পাল্টি খেয়ে অন্য কথা বললেন দ্রাবিড়। ভারতীয় দলের কোচ বলেছেন, ‘প্রত্যেকের জন্য ফিরে আসার একটি পথ আছে। এটা এমন নয় যে, আমরা কাউকে কিছু থেকে বাদ দিই। আমি নতুন করে ইশান কিষাণকে নিয়ে কিছু বলতে চাই না। আমি যতটা সম্ভব এর ব্যাখ্যা করার চেষ্টা করেছি। ও বিরতির অনুরোধ করেছিলেন, আমরা তাকে বিরতি দিতে পেরে খুশি হয়েছিলাম।’
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘যখনই ও প্রস্তুত হবে, আমি বলিনি যে, ওকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, আমি বলেছিলাম যখনই ও প্রস্তুত হবে, ওকে কিছু ক্রিকেট খেলতে হবে এবং দলে ফিরে আসতে হবে। আমরা ওকে কিছু করতে বাধ্য করছি না। আমরা ওর সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা জানি, বিষয়টি কী। ও এখনও খেলা শুরু করেনি। এই মুহুর্তে এই বিষয়টি এমন কিছু নয়, যা নিয়ে আমরা বিবেচনা করব। ও হয়তো প্রস্তুত নয়। ও নিজেই সিদ্ধান্ত নিক, কখন ও প্রস্তুত হতে চায়।’
কেএস ভরতের খারাপ পারফরম্যান্সের পরেই সম্ভবত দ্রাবিড় পাল্টি খেতে বাধ্য হয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের কাছে ঋষভের ইনজুরি এবং বাকি বিষয়ের বিকল্প আছে। নির্বাচকেরা এই সব বিবেচনা করবেন এবং সিদ্ধান্ত নেবেন।’
মোদ্দা কথা, ইশানকে নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়ে গেল। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের অংশ ছিলেন। তবে সফরের মাঝামাঝি বিরতিতে দেশে ফিরে আসেন ইশান কিষাণ। তার পরে তাঁকে ভারত বনাম আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের জন্য বাছাই করা হয়নি। রাখা হয়নি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও।