দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকার পর ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন করেছেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। বিশ্বকাপে তিনি দুর্দান্ত বোলিং করে সকলের নজর কেড়েছিলেন। এই ভারতীয় পেসার এখন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নিজের ফর্ম বজায় রাখার চেষ্টা করবেন। ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে ২৫ জানুয়ারি। সিরিজের প্রথম ম্যাচটি হায়দরাবাদে অনুষ্ঠিত হতে চলেছে। তবে এই সিরিজ শুরুর ঠিক আগে অধিনায়কত্ব নিয়ে বড়সড় মন্তব্য করেছেন জসপ্রীত বুমরাহ।
এই টেস্ট সিরিজের ঠিক আগে এক সাক্ষাৎকারে জসপ্রীত বুমরাহ টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। 'দ্য গার্ডিয়ান'কে দেওয়া এক সাক্ষাৎকারে জসপ্রীত বুমরাহ বলেছেন, ‘আমি একটি ম্যাচে দলের নেতৃত্ব দিয়েছিলাম। এটি একটি দারুণ অভিজ্ঞতা ছিল। টেস্ট ক্রিকেট খেলা খুব ভালো। অধিনায়কত্বের সুযোগ পেলে আরও ভালো লাগবে। আমার অধিনায়কত্বে দল অনেক ক্লোজ ম্যাচ হেরেছিল, কিন্তু আমি দায়িত্ব নিতে পছন্দ করি। ফাস্ট বোলার হওয়ার কারণে আপনাকে মাঝে মাঝে ফাইন করা হয় এবং আপনি ম্যাচ থেকে দূরে চলে যান। তবে আমি প্রতিটি সিদ্ধান্তে জড়িত থাকতে পছন্দ করব। অবশ্যই দলের অধিনায়কত্ব নিতে চাই, আসল কথা হল সুযোগ পেলে কেউ বা এমন কাজটা করতে চাইবে না?’
প্যাট কামিন্সের উদাহরণ টেনে জসপ্রীত বুমরাহ বলেন, ‘যদিও আপনি এই তালিকায় অনেক ফাস্ট বোলার দেখতে পান না, তবে আপনি অস্ট্রেলিয়ার উদাহরণ নিন। তারা প্যাট কামিন্সের প্রতি আস্থা প্রকাশ করেছে এবং তাঁকে অধিনায়কত্ব দিয়েছিলেন। কামিন্স অস্ট্রেলিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নেতৃত্ব দিয়েছিলেন এবং গত বছরও তিনি দলকে বিশ্বকাপ শিরোপা জিতিয়ে ছিলেন। এটা স্পষ্ট যে ফাস্ট বোলাররা খুব স্মার্ট এবং তারা কঠোর পরিশ্রম করে এবং তারা জানে খেলায় কী করতে হবে।’
আসলে, ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার বয়স এখন ৩৭ বছর। এমন পরিস্থিতিতে তাঁর বিকল্প খুঁজতে শুরু করেছে টিম ইন্ডিয়া। আর সিনিয়র খেলোয়াড় হওয়ার সুবাদে অনেকেই জসপ্রীত বুমরাহকে ভারতীয় দলের পরবর্তি নেতা হিসাবে মনে করছেন।
প্রথম দুই টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল:-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জসওয়াল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, কেএস ভরত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জসপ্রীত বুমরাহ ও আবেশ খান।