বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG 4th Test: ইংল্যান্ডের শক্তি কমিয়ে দেশে ফিরছেন ব্রিটিশ স্পিনার, খেলবেন না শেষ টেস্টেও
পরবর্তী খবর
IND vs ENG 4th Test: ইংল্যান্ডের শক্তি কমিয়ে দেশে ফিরছেন ব্রিটিশ স্পিনার, খেলবেন না শেষ টেস্টেও
1 মিনিটে পড়ুন Updated: 23 Feb 2024, 10:36 AM ISTAbhisake Koley
India vs England: মাঝপথেই সিরিজ থেকে সরে দাঁড়ানো ক্রিকেটারের বদলে কাউকে ভারতে পাঠানো হবে কিনা, সেটাও স্পষ্ট করে দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
সিরিজের মাঝেই দেশে ফিরছেন রেহান আহমেদ। ছবি- রয়টার্স।
রাঁচিতে সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশ থেকে বাদ পড়েন রেহান আহমেদ। লেগ-স্পিনার রেহানের বদলে ইংল্যান্ড চতুর্থ টেস্টে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় অফ-স্পিনার শোয়েব বশিরকে। টেস্টের একদিন আগেই ইংল্যান্ড তাদের প্রথম একাদশ ঘোষণা করে দেয়।
বৃহস্পতিবার ইংল্যান্ডের দল ঘোষণার পরে রেহান বাদ পড়ায় অবাক হন বিশেষজ্ঞদের অনেকেই। কেননা রাঁচির পিচে রেহানের সফল হওয়ার সম্ভাবনা ছিল বিস্তর। তাছাড়া চলতি সিরিজে নিতান্ত খারাপ বল করেননি তিনি। রেহান আহমেদ সিরিজের প্রথম তিনটি টেস্টেই মাঠে নামেন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১১টি উইকেট নেন তিনি।
ইংল্যান্ড চতুর্থ টেস্টের প্লেয়িং ইলেভেন ঘোষণার সময় রেহানকে নিয়ে আলাদা কিছু জানানো হয়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে। তবে শুক্রবার টেস্ট শুরুর দিনে ইসিবির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, রেহান আহমেদকে বাকি সিরিজে আর পাওয়া যাবে না।
ব্যক্তিগত কারণে বাকি সিরিজ থেকে সরে দাঁড়ালেন রেহান। তরুণ ব্রিটিশ স্পিনার দেশে ফিরছেন। তিনি পঞ্চম টেস্টের জন্য আর এদেশে ফিরে আসবেন না। সুতরাং, সিরিজের শেষ টেস্টের জন্য তাঁর নাম বিবেচিত হবে না। এমন পরিস্থিতিতে ইংল্যান্ড রেহানের পরিবর্ত হিসেবে অন্য কোনও ক্রিকেটারকে স্কোয়াডে ঢোকায় কিনা, সেই বিষয়ে আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের। তবে ইসিবির তরফে বিজ্ঞপ্তিতে এটাও স্পষ্ট করে দেওয়া হয় যে, তরুণ স্পিনারের পরিবর্ত হিসেবে নতুন কোনও ক্রিকেটারকে ভারতে পাঠানো হচ্ছে না।
রেহান আহমেদ হায়দরাবাদে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০৫ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন। তিনি দ্বিতীয় ইনিংসে ৩৩ রান খরচ করেও কোনও উইকেট পাননি। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রেহান ৩৫ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। দ্বিতীয় ইনিংসে তিনি ৮৮ রান খরচ করে সংগ্রহ করেন আরও ৩টি উইকেট।
রাজকোটে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে রেহান ৮৫ রানের বিনিময়ে ২টি উইকেট সংগ্রহ করেন। শেষ ইনিংসে তিনি ১০৮ রান খরচ করে তুলে নেন ১টি উইকেট। অর্থাৎ, ৬টি ইনিংসে মাত্র একবার রেহান উইকেটহীন থাকেন।