ইংল্যান্ড ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছে সোমবার। দলের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম জানিয়েছেন, ভিসা সমস্যার কারণে শোয়েব বশির এখনও সংযুক্ত আরব আমিরশাহিতে আটকে রয়েছেন। তবে ভিসা সমস্যা দ্রুত মিটে যাবে বলে মনে করা হচ্ছে।
শোয়েব বশির।
শুভব্রত মুখার্জি: ২৫ জানুয়ারি থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। প্রথম টেস্টে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। তার আগে আমিরশাহিতে অনুশীলনে মগ্ন ইংল্যান্ড দল। ইতিমধ্যেই তাদের নবীন তারকা হ্যারি ব্রুক সিরিজ শুরুর আগেই ব্যক্তিগত কারণে সরে গিয়েছেন। তাঁর জায়গায় দলে এসেছেন সারের ড্যান লরেন্স। আর এমন আবহে ফের সমস্যায় রয়েছে ইংল্যান্ড দল। ভারত সিরিজ শুরুর আগে ভিসা সমস্যায় পড়েছেন তাদের নবীন ক্রিকেটার শোয়েব বশির। এখনও ভারতে আসার ভিসা পাননি তিনি।
ইংল্যান্ড ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছে সোমবার। হায়দরাবাদে এসে পৌঁছেছেন স্টোকসরা। দলের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম জানিয়েছেন, ভিসা সমস্যার কারণে শোয়েব বশির এখনও সংযুক্ত আরব আমিরশাহিতে আটকে রয়েছেন। তবে ভিসা সমস্যা দ্রুত মিটে যাবে বলে মনে করা হচ্ছে। প্রথম টেস্টের আগে ভারতে এসে পৌঁছবেন বশির, এমনটাই আশা প্রকাশ করেছেন ব্রেন্ডন ম্যাকালাম। সোমবার থেকে ভারতে অনুশীলন শুরু করেছে ইংল্যান্ড দল। তবে অনুশীলনে তারা নবীন স্পিনার শোয়েব বশিরকে পাচ্ছে না আপাতত। ইংল্যান্ডের দলে বশিরের অন্তর্ভুক্তিতে বেশ বিস্মিত হয়েছিলেন বিশেষজ্ঞদের একাংশ।