নভজ্যোত সিং সিধুর স্ত্রী নভজ্যোত কৌর, তিনি বর্তমানে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। বৃহস্পতিবার হরিয়ানার একটি হাসপাতালে তাঁর অপারেশন করা হয়েছে। জানা গিয়েছে প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই অপারেশন সফল হয়েছে। এই অপারেশনটি হয়েছে যমুনানগরের ভারিয়াম সিং হাসপাতালে। অপারেশনের পর স্ত্রী নভজ্যোত কৌরের সঙ্গে দুটি ছবি শেয়ার করেছেন তাঁর স্বামী নভজ্যোত সিং সিধু। একটি ছবিতে তাঁর স্ত্রী নভজ্যোত কৌর জুস পান করছেন এবং সিধু তাঁর পাশে দাঁড়িয়ে আছেন। দ্বিতীয় ছবিতে এই দুজনের সঙ্গে অপারেশন করা চিকিৎসকও দাঁড়িয়ে রয়েছেন।
আরও পড়ুন… IPL 2024: পাঁচ দিনের ছুটিতে কতটা কাছে এলেন হার্দিক-রোহিত! ভাইরাল MI-এর জামনগরের ভিডিয়ো
নিজের সোশ্যাল মিডিয়াতে কী লিখলেন নভজ্যোত সিং সিধু?
সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি শেয়ার করেছেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু। এই সময়, নভজ্যোত সিং সিধু নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন যে, ‘বিরল মেটাস্ট্যাসিসের অপারেশন সাড়ে তিন ঘণ্টা ধরে চলেছিল। আক্রান্ত ত্বক মুছে ফেলা হয়েছে এবং একটি ফ্ল্যাপ দিয়ে পুনর্গঠন করা হয়েছে। তার সংকল্প দৃঢ়, হাসি কখনও তাঁর মুখ ছেড়ে যায় না। সাহসের আর এক নাম হল নোনি। ডাঃ রুপিন্দর দ্রুত আরোগ্য কামনা করেছেন।’
নভজ্যোত সিং সিধু নিজেই তাঁর স্ত্রীর এই লড়াইয়ের তথ্য দিয়েছিলেন
আসুন আমরা আপনাকে বলি যে নভজ্যোত সিং সিধু তাঁর স্ত্রীকে নিয়ে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন। এই পোস্টে তিনি নভজ্যোত কৌরের স্তন ক্যানসার সম্পর্কিত তথ্য শেয়ার করেছিলেন। তিনি বলেছিলেন যে স্ত্রী নভজ্যোত কৌর আজ হরিয়ানার যমুনানার জেলার ডাঃ ওয়ারিয়াম সিং হাসপাতালে স্তন ক্যানসার সম্পর্কিত তার দ্বিতীয় অপারেশন করাবেন। নভজ্যোত কৌরের কেমোথেরাপিও করা হয়েছিল এই হাসপাতালে।
নভজ্যোত সিং সিধুর স্ত্রী নভজ্যোত কৌরের চিকিৎসা চলছে
নভজ্যোত কৌর স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। এখন পর্যন্ত তার ৬টি কেমোথেরাপি হয়েছে। এর আগেও তাঁর অপারেশন হয়েছিল। নভজ্যোত কৌরের চিকিৎসার জন্য রাজনীতি থেকেও দূরত্ব বজায় রেখেছিলেন নভজ্যোত সিং সিধু। এ সময় তিনি স্ত্রীর সঙ্গে ছায়ার মতো থাকতেন। কেমোর পরে তিনি তাঁকে ধর্মীয় সফরে নিয়ে যান। বিভিন্ন সময়ে তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাদের ছবি শেয়ার করতেন।