বৃহস্পতিবার সন্ধ্যায় আইসিসি টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামছে রোহিত শর্মার ভারত। এবারের টি২০ বিশ্বকাপে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিয়ে ফেলেছে ভারত। ২০২৩ বিশ্বকাপ ফাইনালে হারের বদলা হিসেবে অজিদের প্রতিযোগিতা থেকেই ছিটকে দিয়েছে টিম ইন্ডিয়া। এবার তাঁদের সামনে ইংল্যান্ড। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গতবারের টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে এক রাশ লজ্জা দিয়েছিল ভারতকে। কোনও উইকেট না হারিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ জিতে নিয়েছিল অ্যালেক্স হেলস, জস বাটলরাররা। সেই ঘা এখনও দগদগে রোহিত শর্মাদের। ফলে টিম ইন্ডিয়া যে ১০ নভেম্বর ২০২২-এর বদলা ২৭ জুন ২০২৪ এ নিতে মুখিয়ে থাকবে তা ভালোই জানেন ইংরেজরাও, সেই জন্য সেমিফাইনাল ম্যাচের আগে টি২০ বিশ্বকাপজয়ী তারকা সাবধান করছেন বাটলারদের।
আরও পড়ুন-পোল্যান্ডের বিরুদ্ধে এমবাপের গোলে ১-১ ড্র ফ্রান্সের, গ্রুপের সেকন্ড বয় কন্তেরা
জস বাটলারের আগে ইংল্যান্ডকে প্রথমবার টি২০ বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক তথা অলরাউন্ডার পল কলিংউড। ২০১০ সালে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। সেই বিশ্বকাপজয়ী অধিনায়ক কিন্তু ভারত-ইংল্যান্ড হাইভোল্টেজ সেমিফাইনালের আগে এগিয়ে রাখছেন টিম ইন্ডিয়াকে। বাটলারদের জিততে গেলে অসাধারণ কিছু করে দেখাতে হবে, নইলে ভারতকে হারানো কঠিন, মনে করছেন কলিংউড।
আরও পড়ুন-নেদারল্যান্ডসকে হারিয়ে চমক অস্ট্রিয়ার, গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোয় সাবিতজাররা
২০২২ সালের সঙ্গে ২০২৪ সালের ভারতীয় দলের অনেক পার্থক্য রয়েছে, মনে করছেন কলিংউড। তাঁর কথায়, ‘আমি ভারতীয় দলকে এবার মোটেই হারতে দেখছি না। ওদেরকে হারাতে গেলে ইংল্যান্ড দলকেও অসাধারণ ক্রিকেট উপহার দিতে হবে। ভারতীয় দল এবারে যথেষ্ট ব্যালেনসড হলেও বাকি দলের সঙ্গে তাঁদের পার্থক্য গড়ে দিচ্ছেন জসপ্রীত বুমরাহই, ওর লাইন, লেন্থ, গতি এবং ফিটনেস দিয়ে। একটা ১২০ বলের খেলায় ২৪ বল অনেক। বুমরাহ ওর ওই ৪ ওভার দিয়েই পার্থক্য গড়ে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কঠিন পিচেও ভারতীয় দলকে অনেক আত্মবিশ্বাসী দেখিয়েছে। এছাড়াও রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করে ফর্মে এসেছেন ’ ।
আরও পড়ুন-বাম্বাই সে আয়া মেরা দোস্ত! সেমিতে উঠে বাপ্পি লাহিড়ির গানে রোহিতকে কৃতজ্ঞতা রশিদের
ম্যাচে অবশ্য পিচ একটা বড় অবদান রাখবে দলগুলির কাছে,মনে করছেন কলিংউড। গুয়ানাতে ফ্ল্যাট পিচ হলে সুবিধা পাবে ইংল্যান্ড দল তাঁদের পাওয়ার হিটিংয়ের সৌজন্যে, আর স্লো পিচ হলে ভারতীয় দল অ্যাডভান্টেজ পাবে, মত প্রাক্তন ইংরেজ অধিনায়কের। ২০২২ সালে ভারতীয় দল অনেক রক্ষণাত্মক ক্রিকেট খেলেছিল, কিন্তু এবারের পরিস্থিতি একদমই আলাদা মনে করছেন তিনি। পল কলিংউডের কথায়, ‘ভারতীয় দল বুঝতে শিখেছে রক্ষণাত্মক ক্রিকেট খেলে পাওয়ার প্লেতে, বিশ্বকাপ জেতা সম্ভব নয়। তাই এখন ওরা অনেক সাহসী ক্রিকেট খেলছে। বিশ্বকাপ জিততে গেলে একটু ঝুঁকি নিতে হবে, সেটাই ওরা নিচ্ছে। শুরুর দিকে পিঞ্চ হিটিংয়ের মানসিকতা প্রয়োজন বড় রান তুলতে গেলে, ব্যর্থ হলে প্রশ্ন তো আসবেই। কিন্তু বিশ্বকাপ জিততে এমনই মানসিকতার দরকার। ইংল্যান্ডও এখন প্রথমে ব্যাটিংয়ের ক্ষেত্রে আগ্রাসী ক্রিকেট খেলে, ফলে ভারতের সঙ্গে এই লড়াই ভয়ঙ্কর হতে চলেছে’ ।