২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম্যান্স মেলে না ধরলে শ্রেয়স আইয়ার ভারতের ওয়ান ডে স্কোয়াডে টিকে থাকতেন কিনা সন্দেহ। কেননা টেস্ট ও টি-২০ ক্রিকেটে জাতীয় দলে বেশ কিছুদিন সুযোগ পাননি তিনি। তবে শ্রেয়স যে বড় মঞ্চের খেলোয়াড়, সেটা তিনি ফের প্রমাণ করলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দলের হয়ে সব থেকে বেশি রান করে শ্রেয়স ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
উল্লেখযোগ্য বিষয় হল, রোহিত-কোহলিদের নিয়ে যাবতীয় চর্চার মাঝে নিঃশব্দে নিজের কাজ করে যান শ্রেয়স। বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ লিগের প্রথম ম্যাচে বড় রানের ইনিংস খেলতে পারেননি তিনি। তবে ফাইনাল পর্যন্ত পরের চারটি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং পারফর্ম্যান্স উপহার দেন আইয়ার।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ শ্রেয়স আইয়ারের ব্যক্তিগত পারফর্ম্যান্স
১. বাংলাদেশের প্রথম ম্যাচে ২টি বাউন্ডারির সাহায্য়ে ১৭ বলে ১৫ রান করে আউট হন শ্রেয়স।
২. পাকিস্তানের বিরুদ্ধে লিগের দ্বিতীয় ম্যাচে ৬৭ বলে ৫৬ রান করে সাজঘরে ফেরেন আইয়ার। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন।
৩. নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের তৃতীয় তথা শেষ ম্যাচে শ্রেয়স ৯৮ বলে ৭৯ রান করেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন।
৪. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ৬২ বলে ৪৫ রান করেন শ্রেয়স আইয়ার। তিনি ৩টি চার মারেন।
৫. নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ৬২ বলে ৪৮ রান করে আউট হন আইয়ার। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন।
ফাইনালে রোহিত শর্মা আউট হওয়ার পরে চাপে পড়ে যায় ভারত। তবে অক্ষর প্যাটেলের সঙ্গে জুটি বেঁধে শ্রেয়স আইয়ারই ভারতের জয়ের মঞ্চ প্রস্তুত করেন। সঙ্গত কারণেই ম্যাচের শেষে ক্যাপ্টেন রোহিত শর্মার ভূয়সী প্রশংসা কুড়িয়ে নেন আইয়ার। ক্যাপ্টেন রোহিত শ্রেয়সকে ভারতের সাইলেন্ট হিরো আখ্যা দেন।
চ্যাম্পিয়ন হওয়ার পরে সাংবাদিক সম্মেলনে শ্রেয়স প্রসঙ্গে রোহিত বলেন, ‘শ্রেয়স আইয়ার ছিল আমাদের সাইলেন্ট হিরো। মিডল অর্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও। এমনকি আজও (ফাইনালে) যখন আমি আউট হয়ে যাই, ও গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলে এবং অক্ষরের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলে।’
শ্রেয়স আইয়ার এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকেন। তিনি ৫ ম্যাচে ব্যাট করে ৪৮.৬০ গড়ে ২৪৩ রান সংগ্রহ করেন। স্ট্রাইক-রেট ৭৯.৪১। শ্রেয়স ২টি হাফ-সেঞ্চুরি করেন। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৭৯ রানের।