আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর হয়ে গেল। আইপিএল-সহ প্রথমসারির ঘরোয়া ক্রিকেট খেলাও ছেড়েছেন ইতিমধ্যেই। তবে সুরেশ রায়নার ব্যাটিং স্কিলে যে মরচে ধরেনি এখনও, তা বারবার প্রমাণিত হচ্ছে চলতি লেজেন্ডস ক্রিকেট ট্রফিতে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ৩টি ম্যাচে মাঠে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা।
লেজেন্ডস ক্রিকেট ট্রফিতে দিল্লি ডেভিলস দলকে নেতৃত্ব দিচ্ছেন রায়না। যদিও দুবাই জায়ান্টসের বিরুদ্ধে টুর্নামেন্টে দলের প্রথম ম্যাচে মাঠে নামেননি তিনি। রায়নার অনুপস্থিতিতে প্রথম ম্যাচে দিল্লি ডেভিলসকে নেতৃত্ব দেন আম্বাতি রায়াড়ু।
নিউ ইয়র্ক সুপারস্টার স্ট্রাইকার্সের বিরুদ্ধে প্রথমবার ব্যাট হাতে মাঠে নামেন রায়না। সেই ম্যাচে ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। পঞ্জাব রয়্যালসের বিরুদ্ধে পরের ম্যাচে রায়না করেন ২৭ বলে ৩৪ রান। তিনি ৪টি চার মারেন সেই ইনিংসে। এবার রাজস্থান কিংসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ফের ধ্বংসাত্মক মেজাজে হাফ-সেঞ্চুরি করেন রায়না।
আরও পড়ুন:- Ranji Trophy Champion Mumbai: রঞ্জি ফাইনালে মুম্বইকে আহ্লাদে আটখানা করলেন যে ৮ জন
বৃহস্পতিবার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান কিংসের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে দিল্লি ডেভিলস। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৪ রান সংগ্রহ করে। রায়না মাত্র ৩৯ বলে ৭৯ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তিনি ৮টি চার ও ৫টি ছক্কা মারেন। রায়না ২০২.৫৬ স্ট্রাইক-রেটে রান তোলেন এই ম্যাচে।
এছাড়া কালাম ফার্গুসন ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২২ বলে ২৯ রান করেন। ভ্যান উইক ৬, প্রিয়ঞ্জন ১০, ব্রেন্ডন টেলর ৮, সাঙ্গওয়ান ১২, অমিতোজ সিং ১২ ও ইশান মালহোত্রা ১ রান করেন। রাজস্থানের মনপ্রীত গনি ২৭ রানে ৩টি উইকেট নেন। ৪৩ রানে ২টি উইকেট নেন পরবিন্দর আওয়ানা। বিপুল শর্মা নেন ৬ রানে ১টি উইকেট।
রায়নার দাপুটে ইনিংস সত্ত্বেও এদিন ম্যাচ হারতে হয় দিল্লি ডেভিলসকে। কেননা পালটা ব্যাট করতে নেমে রাজস্থান কিংস ১৩.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬৬ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৩৮ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে রাজস্থান।
অ্যাঞ্জেলো পেরেরা দুর্দান্ত শতরান করেন। তিনি ১৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৪২ রান করে নট-আউট থাকেন পিটার ট্রেগো। ক্যাপ্টেন রবিন উথাপ্পা ৫ বলে ১২ রান করে আউট হন। তিনি ২টি ছক্কা মারেন। দিল্লির হয়ে ইকবাল আবদুল্লা ৪৮ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন।