পাকিস্তান বনাম আমেরিকার ম্যাচে দেখা মিলল মহেন্দ্র সিং ধোনির। ২০২৪ আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দেখতে বৃহস্পতিবার টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ধোনি। যে ম্যাচটি আমেরিকা সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে দেয়।
আরও পড়ুন: গোল্ডেন ডাক করে আউট, তার উপর আবার সমর্থকের উপর চড়াও, বিতর্কে ১২৫ কেজির আজম খান- ভিডিয়ো
ছদ্মবেশে আমেরিকা-পাকিস্তান ম্যাচ দেখতে হাজির ‘ধোনি’
এই ম্যাচে হারের পর নানা ভাবে পাকিস্তানকে রোস্ট করা চলছে। তার মাঝেই এই ম্যাচ দেখতে উপস্থিত হওয়া এমএস ধোনিকে নিয়েও চর্চা হল তুঙ্গে। একটি ছবিতে ছদ্মবেশে ধোনির দেখা মিলেছে। লম্বা সাদা দাড়িতে মুখ ঢেকেছে, পরনে একটি সাদা রঙের হেডস্কার্ফ এবং সাদা কুর্তা। চোখে রয়েছে সানগ্লাস। ভাবছেন তো এ আবার কেমন ব্যাপার! কেন ছদ্মবেশে ধোনি স্টেডিয়ামে হাজির হয়েছিলেন?
আরও পড়ুন: একেই অপ্রত্যাশিত হার, তার উপর রউফের বিরুদ্ধে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ আনলেন আমেরিকার পেসার
আসল ব্যাপরটা কী?
আসলে এই যাঁর ছবিটি ভাইরাল হয়েছে, তিনি ধোনি নন। ধোনির মতো দেখতেই এক ব্যক্তি। ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘এমএস ধোনি ছদ্মবেশী মোডে পাক বনাম ইউএস ম্যাচ দেখছেন।’ হাসলে তো পুরো মাহি। এমন মিল সত্যিই অবাক করার মতোই। আর ধোনির মতো দেখতে এই ব্যক্তি এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।
হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু পাকিস্তানের
টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান বিপর্যস্ত দিয়েই শুরু করল পাকিস্তান। বৃহস্পতিবার আমেরিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও, বাবর আজমের দল করে ৭ উইকেটে ১৫৯ রান। টস জিতে ফিল্ডিং নেন আমেরিকার অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। জবাবে আমেরিকাও করে ৩ উইকেট ১৫৯ রান। খেলার নিষ্পত্তি হয় সুপার ওভারে। তাতেও এঁটে উঠতে পারলেন না বাবররা।
আরও পড়ুন: রোহিতের চোট নিয়ে জল্পনা বাড়ালেন বুমরাহ পত্নী
ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটা?
রবিবার ভারতীয় সময়ে সন্ধ্যে ৮টায় নিউইয়র্কের কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময়ে ম্যাচটি হবে সকাল সাড়ে দশটায়। অ্যাকুওয়েদারের দাবি অনুযায়ী, রবিবার গোটা দিনই নিউইয়র্কে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময়ে সকালে ১১টা নাগাদ ৫১ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ খেলা শুরুর আধ ঘণ্টার মধ্যেই বৃষ্টি নামতে পারে। বিকেল ৪টে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৪৫-৫০ শতাংশ রয়েছে। এর পরে বৃষ্টির পরিমাণ কমে ৩০ শতাংশে নেমে আসার সম্ভাবনা রয়েছে।
এই ম্যাচের জন্য একটি অতিরিক্ত দিন রাখা হয়নি। তবে প্রয়োজনে সম্ভাব্য অতিরিক্ত সময় দেওয়া হতে পারে। তবে এটাও অসম্ভব যে, খেলোয়াড় এবং আম্পায়াররা বৃষ্টি কমার জন্য সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করবেন না। সেক্ষেত্রে পূর্বাভাস যদি সঠিক হয়, তবে ম্যাচটি ভেস্তে যাওয়ার একটি বড় সম্ভাবনা রয়েছে।