IPL Retention- কিং নন, ‘কিং মেকার’ রোহিত! তাঁর এই স্বার্থত্যাগে অটুট মুম্বই ইন্ডিয়ান্সের দূর্গ…
Updated: 01 Nov 2024, 09:19 PM IST Moinak Mitra 01 Nov 2024 india, indian, indian premier league, mumbai indians, mi, gt, kkr, rcb, rohit sharma, hardik pandya, suryakumar yadav, jasprit bumrah, indian team, indian cricket, kolkata knight riders, ipl retention, ipl auction, ভারত, ভারতীয়, ক্রিকেট, টি২০, টেস্ট, আইপিএল, রিটেনশন, মুম্বই, ইন্ডিয়ান্স, এমআই, কিং, রোহিত শর্মা, কলকাতা নাইট রাইডার্স, কেকেআর, ক্রিকেটার, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, খেলোয়াড়আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলে রিটেন করা হয়েছে হার্দিক পাণ্ডিয়া এবং রোহিত শর্মা। ৩১ অক্টোবর ছিল রিটেনশনের শেষ তারিখ। তাঁর আগে সবচেয়ে বেশি জল্পনাই ছিল আদৌ রোহিত শর্মা রাজি হবেন কিনা মুম্বইতে থাকতে, সেইদিকে। যদিও রোহিত শুধু আম্বানিদের ফ্র্যাঞ্চাইজি থেকেই যাননি, দলের জন্য করলেন এক স্বার্থত্যাগও।
পরবর্তী ফটো গ্যালারি