বাংলা নিউজ > ক্রিকেট > Champions Trophy-র এক ইনিংসে দুই সেঞ্চুরিয়ান! সৌরভ-সেহওয়াগের ক্লাবে জায়গা করলেন ইয়ং-লাথাম
পরবর্তী খবর

Champions Trophy-র এক ইনিংসে দুই সেঞ্চুরিয়ান! সৌরভ-সেহওয়াগের ক্লাবে জায়গা করলেন ইয়ং-লাথাম

সৌরভ-সেহওয়াগের ক্লাবে জায়গা করলেন ইয়ং-লাথাম (ছবি : Reuters/ANI) (REUTERS)

Two Centurions in an innings in Champions Trophy: নিউজিল্যান্ড মাত্র পঞ্চম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচে এক ইনিংসে দুই সেঞ্চুরিয়ান পেল। প্রথমবার এমন কীর্তি গড়েছিলেন ভারতের সৌরভ গঙ্গোপাধ্যায় ও বীরেন্দ্র সেহওয়াগ। এটি তাঁরা করেছিলেন ২০০২ সালে।

যদি রাচিন রবীন্দ্র সম্পূর্ণ ফিট থাকতেন, তাহলে হয়তো উইল ইয়ং একাদশেই সুযোগ পেতেন না। আসলে এই মাসের শুরুতে একটি ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ক্যাচ নেওয়ার সময় আঘাত পেয়েছিলেন রাচিন রবীন্দ্র। মনে করা হচ্ছে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের পরবর্তী গ্রুপ ম্যাচে খেলতে নিশ্চিতভাবে ফিট থাকবেন। তবে নিউজিল্যান্ড দলের জন্য ইয়ংকে বাদ দেওয়া অত্যন্ত কঠিন (প্রায় অসম্ভব) হয়ে যাবে, কারণ তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর প্রথম সেঞ্চুরি করেছেন। বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এই দুর্দান্ত ইনিংসটি খেলেন তিনি।

এটি ইয়ংয়ের ওডিআই কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরি এবং প্রথমবার দেশের বাইরে শতক। এর ফলে তিনি ক্রিস কেয়ার্নস, নাথান অ্যাস্টল এবং কেন উইলিয়ামসনের পর চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে সেঞ্চুরি করা চতুর্থ নিউজিল্যান্ড ব্যাটার হয়ে ওঠেছেন। ইয়ং যখন দর্শকদের অভিবাদন গ্রহণের জন্য ব্যাট তুললেন, তখন রাচিন রবীন্দ্রকে হাসিমুখে দাঁড়িয়ে করতালি দিতে থাকেন। কয়েক ওভার পর, টম লাথামও সেঞ্চুরি করেন, ফলে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করা পঞ্চম কিউই ব্যাটার হন। এর মাধ্যমে নিউজিল্যান্ড মাত্র পঞ্চম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচে এক ইনিংসে দুই সেঞ্চুরিয়ান পেল। প্রথমবার এমন কীর্তি গড়েছিলেন ভারতের সৌরভ গঙ্গোপাধ্যায় ও বীরেন্দ্র সেহওয়াগ। এটি তাঁরা করেছিলেন ২০০২ সালে।

আরও পড়ুন … শুধু Champions Trophy 2025 জেতা নয়, ভারতকেও হারাতে হবে… পাক প্রধানমন্ত্রীর আবদার! কী বললেন আফ্রিদি-যুবরাজ?

ইয়ং ও লাথামের দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ড ৩২০/৫ রান তোলে। এটি মাত্র তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচে নিউজিল্যান্ড ৩০০ রানের মাইলফলক পেরিয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড ব্যাটারদের সেঞ্চুরি:

১৪৫ - নাথান অ্যাস্টল বনাম ইউএসএ, দ্য ওভাল, ২০০৪*

১০২ - ক্রিস কেয়ার্নস বনাম ভারত, নাইরোবি, ২০০০ ফাইনাল*

 ১০০ - কেন উইলিয়ামসন বনাম অস্ট্রেলিয়া, এজবাস্টন, ২০১৭

১০৭ - উইল ইয়ং বনাম পাকিস্তান, করাচি, ২০২৫*

১১৮- টম লাথাম বনাম পাকিস্তান, করাচি, ২০২৫*

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ইনিংসে দুই সেঞ্চুরিয়ান:

১) বীরেন্দ্র সেহওয়াগ (১২৬) ও সৌরভ গঙ্গোপাধ্যায় (১১৭) বনাম ইংল্যান্ড, কলম্বো (RPS), ২০০২*

২) ক্রিস গেইল (১০১) ও ডোয়াইন ব্রাভো (১১২) বনাম ইংল্যান্ড, আমদাবাদ, ২০০৬*

৩) শেন ওয়াটসন (১৩৬) ও রিকি পন্টিং (১১১) বনাম ইংল্যান্ড, সেঞ্চুরিয়ান, ২০০৯ সেমিফাইনাল**

৪) শাকিব আল হাসান (১১৪) ও মাহমুদউল্লাহ (১০২) বনাম নিউজিল্যান্ড, কার্ডিফ, ২০১৭*

৫) উইল ইয়ং (১০৭) ও টম লাথাম (১১৮) বনাম পাকিস্তান, করাচি, ২০২৫*

আরও পড়ুন … তাহলে কি সে ভারতের হয়ে খেলে… সইম আয়ুব ইস্যুতে PCB-র বিরুদ্ধে হাসান আলির পক্ষপাতিত্বের অভিযোগ

ইয়ং ও লাথামের দুর্দান্ত জুটি

সেঞ্চুরির খুব কাছে গিয়েও কয়েক মুহূর্ত অপেক্ষা করতে হয়েছে ইয়ংকে। ৯৯ রানে পৌঁছে তিনি টানা চারটি ডট বল খেলেন। এরপর অবশেষে আব্রার আহমেদকে সুইপ করে তিন রান নেন এবং ১০৭ বলে তার শতক পূরণ করেন।

ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক ৩-০ টেস্ট সিরিজে ইয়ং দেখিয়েছিলেন যে, উপমহাদেশীয় কন্ডিশনে তিনি কতটা দক্ষ। বুধবার, তিনি প্রমাণ করলেন যে, সীমিত ওভারের ক্রিকেটেও তিনি সমান পারদর্শী। পাকিস্তানের দুই শীর্ষ পেসার শাহিন আফ্রিদি ও নাসিম শাহের বিরুদ্ধে ইতিবাচক শুরু করলেও নিউজিল্যান্ড তখন ধাক্কা খায়, যখন নাসিম ও আব্রার পরপর ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসনকে আউট করেন।

এরপর ইয়ং ধৈর্য ধরে ব্যাট চালিয়ে যান এবং ড্যারেল মিচেলের সঙ্গে ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ এক জুটি গড়েন। তবে মিচেল ১০ রান করে আউট হলে, ইয়ংয়ের সঙ্গে যোগ দেন টম লাথাম। তখন নিউজিল্যান্ডের স্কোর ছিল ৭৩/৩, এবং দলটি একদমই চাপে পড়ে গিয়েছিল।

ইয়ং ও লাথাম ধীরস্থির থেকে ম্যাচ গড়ার দিকে মনোযোগ দেন। একসময় তাঁদের ব্যাটিং ওল্ড-স্কুল ওডিআই স্টাইলে মনে হচ্ছিল। পাকিস্তানের দলে কার্যকরী পঞ্চম বোলার না থাকায় তারা চাপ সৃষ্টি করতে পারেনি, যা কিউই ব্যাটারদের পক্ষে যায়।

আরও পড়ুন … ওর অনুপস্থিতি ভারতীয় দলের বড় ক্ষতি: Champions Trophy 2025 নিয়ে শিখর ধাওয়ানের ভবিষ্যদ্বাণী

ইয়ং ৩৫তম ওভারে সেঞ্চুরি তুলে নেন, তবে কিছুক্ষণ পরই নাসিম শাহের বলে ছক্কা মারার চেষ্টায় ১০৭ রানে আউট হন। এই ইনিংসে ইয়ং ১২টি চার ও একটি ছক্কা হাঁকান। ইয়ং আউট হওয়ার পর লাথাম ও গ্লেন ফিলিপসের মধ্যে আরও একটি বড় জুটি গড়ে ওঠে। ফিলিপসও শুরুতে ধীরস্থির থাকলেও পরে বড় শট খেলতে থাকেন। ৪৩তম ওভারে লাথাম আব্রার আহমেদকে দুইটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ম্যাচের গতি বদলে দেন।

এরপর শাহিন আফ্রিদির বলে আরেকটি চার হাঁকিয়ে তিনি ৯৯-এ পৌঁছান এবং এক রান নিয়ে দুর্দান্ত শতক পূর্ণ করেন। শেষ ১০ ওভারে নিউজিল্যান্ড তোলে ১১৩-এর বেশি রান, যা তাদের ইনিংসকে শক্তিশালী অবস্থানে নিয়ে যায়। ১০৪ বলে ১১৮ রান করেন লাথাম। গ্লেন ফিলিপস ৩৯ বলে ৬১ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকট হারিয়ে নিউজিল্যান্ড তোলে ৩২০ রান। 

Latest News

৫৮.৫ টাকা কমল LPG সিলিন্ডারের দাম! কলকাতা ও অন্য শহরে রান্নার গ্যাসের দর কত হল? মঙ্গলবার এই কাজগুলি করবেন না, নাহলে মঙ্গলের অশুভ প্রভাবে জীবন হবে তছনছ আমেরিকার থেকেও ‘চালাক’ ভারত! মাটি ফুঁড়ে শত্রুদের গুঁড়িয়ে দিতে বানাচ্ছে মিসাইল DPL-এ খেলতে চলেছেন সেহওয়াগ-পুত্র! খেলবেন বিরাটের আত্মিয়! ৫ জুলাই হবে নিলাম! কলকাতায় নৃশংস ঘটনা, ড্রিল মেশিন দিয়ে ভেঙে দেওয়া হল হাত-পা, গণপিটুনিতে মৃত্যু কলকাতায় শেহনাজ-গিপ্পি, এবার এসভিএফ -এর ছবিতে দেখা মিলবে তাঁদের? 'স্পষ্ট করে বললেও লোকে ভুল ব্যাখ্যা করে…', ডিভোর্সের খবরে নীরবতা ভাঙলেন অভিষেক ৩ জুলাই আষাঢ় গুপ্ত নবরাত্রির অষ্টমী, এই বিশেষ উপায়ে হবে মনস্কামনা পূরণ শ্রেয়স, শামিদের বাদ দিয়ে দল নির্বাচন! ইংল্যান্ডে ভারত গাড্ডায়, সমালোচিত আগরকর 'সরকারি কর্মীদের বকেয়া DA-র ২৫% দিতেই হবে' নবান্নে গেল চিঠি, কী করবে রাজ্য?

Latest cricket News in Bangla

DPL-এ খেলতে চলেছেন সেহওয়াগ-পুত্র! খেলবেন বিরাটের আত্মিয়! ৫ জুলাই হবে নিলাম! শ্রেয়স, শামিদের বাদ দিয়ে দল নির্বাচন! ইংল্যান্ডে ভারত গাড্ডায়, সমালোচিত আগরকর ইংল্যান্ডের বিরুদ্ধে ০-৫ সিরিজ হারলেও গম্ভীরে ভরসা অটুট থাকবে! অকপট বোর্ড কর্তা একজনের সঙ্গে নয়, বহু মহিলার সঙ্গে ফষ্টনষ্টি করেছে যশ! বিস্ফোরক নির্যাতিতা সিরিজ চলাকালীন জাদেজার অবসর উদযাপন বুমরাহ-পন্তের! দেখে ভারতীয় তারকা যা করলেন! ‘ECB-র আরও আগেই পতৌদির নামাঙ্কিত পদকের কথা ঘোষণা করা উচিত ছিল’! ক্ষুব্ধ ফারুখ ফের অর্ধশতরান হাতছাড়া বৈভব সূর্যবংশীর, ইংল্যান্ড সফরে টানা ৩ ম্যাচে ব্যর্থ আয়ুষ সিরিজের আগেই তো হেরে বসে আছে ভারত! গিলের অধিনায়কত্বে ক্ষোভ ইংল্যান্ড তারকার পাকিস্তান রয়েছে পাকিস্তানেই! কোচের পদ নিয়ে মিউজিক্যাল চেয়ার চলছে! দায়িত্বে আজহার দঃ আফ্রিকার অধিনায়ক হয়েই বড় নজির! টেস্টে ২০০ উইকেটের মাইলস্টোন মহারাজের

IPL 2025 News in Bangla

রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়! বিক্রি হতে পারে আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন RCB-র ফ্র্যাঞ্চাইজি: রিপোর্ট প্রীতি জিন্টার প্রশ্ন শুনে অবাক রিকি পন্টিং! কী বললেন পঞ্জাব কিংসের হেড স্যার? চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খুললেন সুনীল গাভাসকর বিরাট কোহলির জন্য ক্যাপ্টেনের প্রচলিত রীতি ভাঙলেন RCB-র অধিনায়ক রজত পতিদার অধিনায়ক হিসেবে রোহিত-গিলকে চ্যালেঞ্জ দেওয়া শুরু শ্রেয়সের! বলছেন BCCI কর্তারাই

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.