অস্ট্রেলিয়া সফরে মোটেও ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না রোহিত শর্মা। ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর অধিনায়কত্বের বিষয়টি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এখনও পর্যন্ত চলতি বর্ডার গাভাসকর ট্রফির ৩ ইনিংসে মাত্র ১৯ রান করেছেন। তবে এরই মাঝে বিরাট কোহলির অধিনায়কত্বের বিষয়টি নতুন করে মাথাচাড়া দিয়েছে। চতুর্থ টেস্টের চতুর্থ দিনের একটি ভিডিয়ো ঘিরে বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলিকে বর্তমান অধিনায়ক রোহিত শর্মার সামনে গিয়ে কিছু বলতে। ফিল্ডিং সেট করার বিষয় নিয়েই কিছু বোঝাচ্ছিলেন তিনি। শুধু একবার নয়, এদিন বারবার বিরাটকে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায় মাঠের মধ্যে। হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু ইঙ্গিত করার চেষ্টাও করেন রোহিতকে।
রবিবার কোহলিকে মাঠে অতিরিক্ত সক্রিয় দেখা গেছে। রোহিতের পাশে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় সেশনের সময়, প্রাক্তন অধিনায়ককে ৩৭ বছর বয়সী বর্তমান অধিনায়কের সঙ্গে ক্রমাগত চ্যাট করতে দেখা যায়, তাঁর হাতের ইঙ্গিত দ্বারা বোঝা যায় যে কথোপকথনটি ভারতের কৌশল এবং মাঠের স্থান নির্ধারণের বিষয়ে ছিল। তিনি সক্রিয়ভাবে মাঠে ফিল্ডার কোথায় দাঁড়াবে তা নির্ধারণের দায়িত্ব নেন। বিরাটকে পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য ওভারের মাঝে মহম্মদ সিরাজ এবং আকাশদীপ উভয়ের দিকে ছুটে যেতে দেখা যায়। এমনকী বিষয়টি ভাষ্যকার মার্ক নিকোলাসকে অবাক করে দিয়েছিল। তিনি ভাবছিলেন হয়তো কোহলি এদিনের জন্য আবারও নেতৃত্বের ভূমিকা গ্রহণ করেছেন। তিনি বলেছেন: ‘বিরাট কোহলি মাঠে অত্যন্ত অ্যানিমেটেড, যেন তিনি দলের অধিনায়কত্ব করছেন।’
এদিকে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর জানান, কোহলির মাঠের ভূমিকা তাঁকে পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের কথা মনে করিয়ে দিচ্ছে। তিনি বলেন, খেলার দিনগুলিতে মিয়াঁদাদও তাঁর অধিনায়ক ইমরান খানের সঙ্গেও এই ভাবে সক্রিয় আলোচনা করতেন। উল্লেখ্য, কোহলি সর্বশেষ ২০২১-২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। কোহলি ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক, তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া ৬৮টি টেস্টের মধ্যে ৪০টিতে জয় লাভ করেছিল। তাঁর জয়ের শতাংশ ৫৮.৮২। ম্যাচ জয়ের পরিপ্রেক্ষিতে, দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং স্টিভ ওয়ার পর চতুর্থ সফল টেস্ট অধিনায়ক হিসেবে কোহলির নাম রয়েছে।