বাংলাদেশ দেশের ক্রিকেট ভক্ত ‘টাইগার রবি’-কে আগামীকাল বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত। আসলে বাঘ সেজে গ্যালারিতে বাংলাদেশ দলকে সমর্থন করতে গিয়ে মিথ্যে অভিযোগ করে বিপদে পড়েছেন ‘টাইগার রবি’। ভারতীয় দর্শকেরা তাঁকে নির্যাতন করেছেন বলে মিথ্যে অভিযোগ করেছিলেন ‘টাইগার রবি’। এরপরে জানা যায় মেডিকেল ভিসা নিয়ে ভারতে গিয়ে খেলা দেখেছেন তিনি। তারপরেই বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘টাইগার রবি’ অভিযোগ করেছিলেন চেন্নাই ও কানপুরের গ্যালারিতে নাকি ভারতীয় দর্শকেরা তাঁকে নির্যাতন করেছেন। তবে ‘টাইগার রবি’র এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পর ভারত তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন… আমি কতটা ভালো সেটা দেখাতে চাই- ENG vs IND Test সিরিজের আগে আগরকরদের বার্তা দিলেন চাহাল
চেন্নাইয়ে চলতি ভারত বনাম বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টে রবি অভিযোগ করেছিলেন, ভারতীয় সমর্থকেরা তাঁকে হেনস্তা করেছেন। তবে চেন্নাই পুলিশ জানিয়েছে, এই অভিযোগ মিথ্যা। এরপর গতকাল কানপুর টেস্টের প্রথম দিনেও একই অভিযোগ করেন রবি। তবে সেই অভিযোগেরও সত্যতা খুঁজে পায়নি কানপুর পুলিশ। গতকাল কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে রবি অভিযোগ করেন, গ্যালারিতে ভারতীয় সমর্থকেরা তাঁকে হেনস্তা করেছেন। কানপুর টেস্টের প্রথম দিন মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি শুরু হয়। এই সময় রবি গ্যালারির ভিতরের অংশে চলে যান।
আরও পড়ুন… নেই রুতুরাজ, কিষান, বাংলাদেশের বিরুদ্ধে T20I সিরিজের দলে ঢুকলেন মায়াঙ্ক, নীতীশ, ফিরলেন বরুণ
এরপরে সংবাদমাধ্যমের কাছে ‘টাইগার রবি’ দাবি করেন, সেখানে স্থানীয় কিছু দর্শকের সঙ্গে কথা–কাটাকাটি হয় তাঁর, যেটা পরে হাতাহাতিতে গড়ায়। তাঁর পাঁজরে নাকি আঘাতও করা হয়েছে। পরে চিকিৎসার জন্য পুলিশ রবিকে হাসপাতালে পাঠায়। পুলিশ তখনই বলেছিল, সিসিটিভির ফুটেজ দেখে তারা জানতে চেষ্টা করবে আসলে সেখানে কী ঘটেছিল। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কানপুর পুলিশ জানায়, রবিকে হেনস্তার অভিযোগ সত্য নয়।
সামনে এসেছে ফুটেজ, দেখুন সেই ভিডিয়ো-
কল্যাণপুরের এসিপি অভিষেক পান্ডে গতকাল সংবাদমাধ্যমকে বলেন, ‘ডি-হাইড্রেশনের কারণে তিনি (রবি) পড়ে গিয়েছিলেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীর সহায়তায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি ভালো অনুভব করছেন। মারামারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাঁকে কোনও সমর্থক আঘাত করেননি।’ পরে রবিও এক ভিডিয়ো বার্তায় জানান তিনি শারীরিকভাবে অসুস্থ। জানা গিয়েছে, চেন্নাইয়ে হেনস্তা হওয়ার অভিযোগ করার পর থেকেই রবির ওপর চোখ রেখেছে পুলিশ।
রবির এমন আচরণ ভারত সফররত বাংলাদেশ দলকেও বিব্রতকর অবস্থায় ফেলেছে। ভারত সফরের জন্য তাঁকে আর্থিকভাবে সাহায্য করা দল ও দলের বাইরের ক্রিকেটাররাও এ ঘটনায় বিরক্ত বলে জানা গিয়েছে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাঁকে এরই মধ্যে মাঠে না যেতে বলা হয়েছে। অবশ্য এখন রবিকে মিথ্যা অভিযোগ তোলার পাল্টা অভিযোগে ভারতই ছাড়তে হচ্ছে।