আইপিএল ২০২৪-এর মিনি নিলামে প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে নিয়ে যে রকম টানাটানি চলে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে, তা এককথায় নজিরবিহীন। তবে আনকোরা এক ঘরোয়া ক্রিকেটারের যে রকম আকাশ ছোঁয়া দাম ওঠে, সঙ্গত কারণেই তা অবাক করে সকলকে। এবারের আইপিএল নিলামে ৮ কোটি ৪০ লক্ষ টাকার বিশাল অঙ্কে চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দেন সমীর রিজভি।
কে এই সমীর রিজভি:-
সমীর রিজভি হলেন উত্তরপ্রদেশের ২০ বছরের ডানহাতি ব্যাটার, যিনি ডানহাতি স্পিন বোলিংও করে থাকেন। ইউপি টি-২০ লিগে কানপুর সুপারস্টার্সের হয়ে মাঠে নামেন তিনি। ২০২০ সালে উত্তরপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতে আত্মপ্রকাশ করেন সমীর। ২০২১ সালে ইউপির হয়ে প্রথমবার লিস্ট-এ ক্রিকেট খেলতে নামেন তিনি। ২০২২ সালে রাজ্যদলের হয়ে প্রথমবার টি-২০ ক্রিকেট খেলেন রিজভি।
সমীরের ঘরোয়া কেরিয়ার:-
উত্তরপ্রদেশের হয়ে ২টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন সমীর। ৪টি ইনিংসে সংগ্রহ করেছেন মোটে ১৭ রান। তিনি ১১টি লিস্ট-এ ম্যাচের ৯টি ইনিংসে ব্যাট করতে নেমে ২৯.২৮ গড়ে ২০৫ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। ১১টি টি-২০ ম্যাচের ৯টি ইনিংসে ব্যাট করে ৪৯.১৬ গড়ে ২৯৫ রান সংগ্রহ করেছেন সমীর। হাফ-সেঞ্চুরি করেছেন ২টি। টি-২০ ক্রিকেটে ১৩৪.৭০ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন তিনি। সুতরাং, সমীরের এ পর্যন্ত সংক্ষিপ্ত টি-২০ কেরিয়ার চমকপ্রদ সন্দেহ নেই।
২০২৩ ইউপি টি-২০ লিগে সমীরের পারফর্ম্যান্স:-
গত উত্তরপ্রদেশ টি-২০ লিগের ১০টি ম্যাচে মাঠে নেমে সমীর ৫০.৫৬ গড়ে ৪৫৫ রান সংগ্রহ করেন। তিনি টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। সেঞ্চুরি করেন ২টি। যুগ্মভাবে টুর্নামেন্টে সব থেকে বেশি ৩৫টি ছক্কা হাঁকান সমীর। প্রায় ১৯০ স্ট্রাইক রেটে রান সংগ্রহ করেন তিনি।
চেন্নাই সুপার কিংসে খেলার সুযোগ পেয়ে আপ্লুত শোনায় সমীরকে। জিও সিনেমার আলোচনায় তিনি স্পষ্ট জানান যে, নিলামে দল পাবেন ভেবেছিলেন। তবে এত টাকা দাম উঠবে আশা করেননি। সমীর আরও জানিয়েছেন যে, তিনি ৩টি ফ্র্যাঞ্চাইজির ট্রায়ালে গিয়েছিলেন। তবে তাঁর কাছে ফোন এসেছিল আরও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির। সমীরকে সবথেকে উত্তেজিত শোনায় ধোনির নেতৃত্বে খেলার প্রসঙ্গে। তরুণ ক্রিকেটার বলেন যে, ধোনির সঙ্গে কখনও সাক্ষাৎ হয়নি। তাই কীভাবে নিজেকে মাহির সামনে উপস্থাপন করবেন, সেটা ভেবেই নার্ভাস লাগছে তাঁর।