শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপের অন্যতম একপেশে ম্যাচের সাক্ষী বুধবারেই থাকল ক্রিকেটপ্রেমীরা। বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডস দুই দল। ম্যাচে নেদারল্যান্ডস দলকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিল অজিরা। ক্রিকেটের তিন বিভাগে কোনও রকম প্রতিরোধ নেদারল্যান্ডস এদিন গড়ে তুলতে পারল না। একেবারে অসহায় আত্মসমর্পণ করল গোটা দল।
ম্যাচে ব্যাট হাতে রুদ্ররূপ ধারণ করলেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরান করলেন তিনি। তাঁর ইনিংসে ভর করেই ম্যাচে বড় জয় তুলে নেয় অজিরা। ম্যাচ শেষে গ্লেন ম্যাক্সওয়েল জানান, দলের হয়ে ভালো প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়াই ছিল মূল লক্ষ্য।
এদিন তাঁর বিধ্বংসী শতরানের ইনিংসের পরেই ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। ম্যাচের সেরার পুরস্কার পেয়ে তিনি জানান, ‘আমি যেটা চেষ্টা করছিলাম, তা হল দলের ইনিংসের একটা ভিত গড়ে দিতে। এমন একটা প্ল্যাটফর্ম দিতে, যার উপর দাঁড়িয়ে আমরা বড় রান করতে পারি।এই মাঠে এমন ভিত গড়ে দিলে তার উপর দাঁড়িয়ে বড় রান করাটা সহজ হয়। এই মাঠে আলোতে বল অনেকটাই বেশি সিম করে যা সমস্যায় ফেলে দেয় ব্যাটারদের।’
তিনি আরও বলেন, 'টু্র্নামেন্টে অবশেষে ব্যাট হাতে ছন্দ পেয়ে আমি খুব খুশি। আমাদের দলের জন্য এই জয়টা অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। ধারাবাহিকভাবে যে কোনও ব্যাটার রান না পেলে তাঁর আত্মবিশ্বাস কিছুটা হলেও ধাক্কা খাবে। নিজের সামর্থ নিয়ে নিজের মনেই প্রশ্ন উঠবে।আশা করব আমি এখান থেকে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারব। আমার কাছে ব্যাট এবং বল হাতে এই ম্যাচটা একেবারে পারফেক্ট ম্যাচ ছিল। পরপর তিনটে ম্যাচ জয় পেলাম আমরা। দল হিসেবে আমরা মোমেন্টামের পাশাপাশি ফর্মেও ফিরতে শুরু করেছি।'
প্রসঙ্গত এদিন ম্যাচে দুরন্ত ফর্মে ব্যাট করেন গ্লেন ম্যাক্সওয়েল। একেবারে খুনে মেজাজে ব্যাটিং করেন তিনি। মাত্র ৪০ বলে শতরান করে ওডিআই বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরান করার নজির গড়েন তিনি। অবশেষে ৪৪ বলে ১০৬ রান করে আউট হয়ে যান তিনি। লোগান ভ্যান বিককে মারতে গিয়ে অ্যাঙ্গেলব্রেখটের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল নয়টি চার এবং আটটি ছয়ে। ২৪০.৯০ স্ট্রাইক রেটে এদিন ব্যাট করেন তিনি। পাশাপাশি এদিন ১০৪ রান করেছেন ডেভিড ওয়ার্নারও। ফলে অস্ট্রেলিয়া দল ৩৯৯ রান তুলতে সমর্থ হয়। জবাবে মাত্র ৯০ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস দল।