উত্তরবঙ্গে গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটিতে তাঁর এই একটি মাত্র ভোটে হার কিছুটা হলেও হতাশ করেছে বিজেপিকে। আবার উল্টো দিকে জয় এক ভোটে হলেও উৎসবের আমেজ ছড়িয়েছে শাসক শিবিরে।
আলিপুরদুয়ার বিজেপি জেলা সভাপতি ভূষণ মোদক
মাত্র ১ ভোটে তৃণমূল প্রার্থীর কাছে হেরে গেলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি ভূষণ মোদক। উত্তরবঙ্গে গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটিতে তাঁর এই একটি মাত্র ভোটে হার হতাশ করেছে বিজেপিকে। আবার উল্টো দিকে জয় এক ভোটে হলেও উৎসবের আমেজ ছড়িয়েছে শাসক শিবিরে।
ভূষণ মোদক দাঁড়িয়ে ছিলেন ফালাকাটার ময়রাডাঙা গ্রাম পঞ্চায়েতে। তাঁকে ১ ভোটে হারিয়ে দেন তৃণমূল প্রার্থী বিমল মোদক। বিজেপি সূত্রে খবর, পঞ্চায়েত সমিতি দাঁড়ানোর কথা দলকে জানিয়েছিলেন তিনি। কিন্তু আসন সংরক্ষণের কারণে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত তিনি গ্রাম পঞ্চায়েত আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু ফলপ্রকাশের পর দেখা গেল হেরে গিয়েছেন ভূষণ মোদক।
কেন হারলেন তার কারণও জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি। তিনি এতে হতাশার কোনও কারণ দেখছেন না। জেলা সভাপতির কথায়,'আমার উপর গোটা জেলার দায়িত্ব ছিল। তাই নিয়ে এলাকায় একদম সময় দিতে পারিনি। তাই হার। কর্মীরাও আমার কাছে সময় চেয়েছিলেন। কিন্তু সময় দিতে পারিনি। আমি অজুহাত দেওয়ার লোক নই।'