লোকসভা নির্বাচন শেষ হয়ে ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। আর তাতেই দেখা যাচ্ছে ঘাসফুল ঝড় অব্যাহত বাংলায়। বিজেপির জায়গা যে বাংলা নয় তা বারবার প্রমাণ হয়েছে। একুশের বিধানসভা নির্বাচন, পুরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচন প্রমাণ করেছে বাংলার মানুষ দিদির গ্যারেন্টিতেই ভরসা রাখছেন। এখানে মোদীর গ্যারেন্টি বা ম্যাজিক কোনওটিই কাজ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়–অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুগলবন্দিতে বাংলায় বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস। আর এই আবহে আজ, বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অযোধ্যার ফলাফল নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন অভিষেক।
যে রামমন্দিরকে সামনে রেখে ভোট বৈতরণী পার করতে চেয়েছিল বিজেপি, সেই রামের নাম নিয়েই তাদের কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশে রেকর্ড মার্জিনে জিতেছেন অভিষেক। আর আজ, বুধবার নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের খোঁচা, ‘রাম আয়া, ইনসাফ আয়া।’ অর্থাৎ প্রভু রাম এসেছেন, তাই ন্যায় এসেছে। সুতরাং রাম বিজেপি সঙ্গ দেয়নি। দিয়েছে বিরোধীদের সঙ্গ। এটাই বোঝাতে চেয়েছেন তিনি। তাই ন্যায়ও এসেছে দেশে।
এদিকে বাংলায় বারবার যখন মোদী–শাহ এসেছেন, তখন ৩০টা আসনের গণ্ডি বেঁধে দিয়েছেন। আর দেশে চারশো পার করার শপথ নিয়ে ছিলেন তাঁরা। ফল বলছে— বাংলায় ১২টা আসন পেয়েছে বিজেপি। যা ২০১৯ সালের লোকসভা নির্বাচনের থেকেও কম। আর সেই বিষয়ই কটাক্ষ করেছেন অভিষেক। অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা নিয়ে নরেন্দ্র মোদীকে বিঁধেছেন অভিষেক। এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘রাম প্রতিষ্ঠা করার তুমি কে? তুমি তো নিজেই ওখানে হেরে গিয়েছ। মানুষ কিং মেকার। আমি বৈঠকে যাচ্ছি। সেখানে দেশের একাধিক রাজনৈতিক দল আসবে। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের অবস্থান ইন্ডিয়া জোটের বৈঠকে জানাব।’
আরও পড়ুন: বেড়ে যাচ্ছে তিনটি ট্রেনের ভাড়া, বাংলাদেশ থেকে কলকাতায় আসতে বাড়বে খরচ
অন্যদিকে আজ নয়াদিল্লিতে উড়ে গেলেন অভিষেক। তার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের জবাব দেন। উত্তরপ্রদেশে বিজেপির ধাক্কা এবং রামমন্দির যে লোকসভা কেন্দ্রে সেই ফৈজাবাদে গোহারা হেরেছে বিজেপি। এই নিয়েই অভিষেকের খোঁচা, ‘ওরা বলছিল, ঈশ্বরকে প্রতিষ্ঠা করেছে। আমরা কি ঈশ্বরকে প্রতিষ্ঠা করতে পারি? এই ফল দেখে বলতে হয়, প্রভু রাম আয়া, ইনসাফ আয়া। এখানে কিং মেকার কেউ নয়। জনতাই এই রায় দিয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বোঝা উচিত ভারতের মতো বিশাল গণতন্ত্রে শেষ কথা জনতাই বলে। কোনও প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমমন্ত্রী নন। ভোটের ফল বিজেপিকে শিক্ষা দিয়েছে।’