গণনা কেন্দ্রে ধরা পড়ল সৌহাদ্যের ছবি। ভোট ময়দানে যুধুধান দুই প্রার্থী সৌজন্য বিনিময় করলেন গণনা কেন্দ্রে দাঁড়িয়ে। ছবিও তুললেন এক সঙ্গে।
কৃষ্ণনগর বিপিসি কলেজে গণনা চলছে। সেই সময় গণনা কেন্দ্র পরিদর্শনে হাজির হন বিজেপি প্রার্থী অমৃতা রায় এবং তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। দেখতে পেয়ে তাঁরা পরস্পরের দিকে এগিয়ে যান। বেশ খানিকক্ষণ কথাও বলেন নিজেদের মধ্যে। পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন মহুয়া মৈত্র ও অমৃতা রায়।
মহুয়ার বিরুদ্ধে এবার বিজেপির বাজি ছিল কৃষ্ণনগর রাজপরিবারের সদস্য অমৃতা রায়। তিনি প্রথমবার ভোটের ময়দানে লড়াই করলেন। সেই সূত্রে তাঁর গণনা কেন্দ্রে প্রথম আসা। যদিও মহুয়া মৈত্র এর আগে লোকসভা ভোট দাঁড়িয়েছেন। জিতেওছেন। তাই তুলনায় অভিজ্ঞ মহুয়া।
সে দিক থেকে দেখলে ভোট গণনা নিয়ে বিজেপি প্রার্থী বাড়তি উদ্দিপনা লক্ষ্য করা গিয়েছে । গণনা কেন্দ্রে বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, 'আমি জেতার বিষয়ে আশাবাদী। বিজেপি কর্মীদের পাশে রয়েছি। প্রথমবার গণনায় অংশ নিলাম । ভালও অভিজ্ঞতা। তবে প্রথমে একটু দ্বিধায় ছিলাম। কী করব না করব ।'
কৃষ্ণনগর লোকসভা আসনে দ্বিতীয়বারের জন্য তৃণমূল প্রার্থী করে হয়েছে মহুয়া মৈত্রকে। যিনি ২০১৯ সালে এই কেন্দ্র থেকে প্রথমবার জিতেছিলেন ৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরে মহুয়া মৈত্র ৬৩ হাজার ২১৮ ভোটে জয়লাভ করেছিলেন ৷ তিনি পেয়েছিলেন ৬ লক্ষ ১৪ হাজার ৮৮২ ভোট ৷ তাঁর নিকটতম প্রার্থী বিজেপির কল্যাণ চৌবে পেয়েছিলেন ৫ লক্ষ ৫১ হাজার ৬৫৪ ভোট ৷ সিপিএম প্রার্থী শান্তনু ঝা'র প্রাপ্য ভোট ছিল এক লক্ষ ২০ হাজার ২২২ । কংগ্রেস প্রার্থী ইন্তাজ আলি শাহ পেয়েছিলেন ৩৮ হাজার ৩০৫।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৩,১৯৪ ভোটে এগিয়ে মহুয়া মৈত্র।