আইনে ভরসা আছে, এসব করে ভয় দেখানো যাবে না, CBI নোটিশ নিয়ে মুখ খুললেন অভিষেক
1 মিনিটে পড়ুন Updated: 21 Feb 2021, 04:37 PM ISTPinaki Bhattacharyyaবাম দিকে অভিষেকের স্ত্রীকে পাঠানো CBI-এর নোটিশ। ডান দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রবিবার বেলা ২টো নাগাদ সিবিআইয়ের ৫ জনের প্রতিনিধিদল অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছয়। সেখানে অভিষেকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেন তাঁরা। তবে সেই সময় বাড়িতে ছিলেন না অভিষেক বা তাঁর স্ত্রী।
স্ত্রীকে সিবিআইয়ের নোটিশ নিয়ে প্রথম প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে এক টুইটে অভিষেক জানিয়েছেন, ‘আইনের ওপর তাঁদের সম্পূর্ণ ভরসা রয়েছে।’ সঙ্গে তিনি জানিয়েছেন, ‘এসব করে কেউ তাঁকে ভয় দেখাতে পারবেন না।’
এদিন নোটিশেন প্রতিলিপি প্রকাশ করে টুইটারে অভিষেক লেখেন, ‘আজ বেলা ২টোয় আমার স্ত্রীর নামে সিবিআই একটি নোটিশ দিয়েছে। দেশের আইনে আমাদের সম্পূর্ণ ভরসা রয়েছে। কিন্তু ওরা যদি ভেবে থাকে যে এসব করে আমাদের ভয় দেখাবে, তাহলে ভুল করছে। পিছু হঠার বান্দা আমরা নই।’
রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া সিবিআইয়ের নোটিশ।
রবিবার বেলা ২টো নাগাদ সিবিআইয়ের ৫ জনের প্রতিনিধিদল অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছয়। সেখানে অভিষেকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেন তাঁরা। তবে সেই সময় বাড়িতে ছিলেন না অভিষেক বা তাঁর স্ত্রী। সিবিআইয়ের তরফে জানানো হয়, তাঁরা বাড়ি ফিরলে যেন সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করেন।
সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, কোথাও হাজিরা দিতে হবে না রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সুবিধামতো সময়, তাঁর সুবিধামতো জায়গায় রুজিরাদেবীকে জেরা করবেন সিবিআইয়ের মহিলা আধিকারিকরা। এদিন সিআরপিসির ১৬০ ধারায় সাক্ষী হিসাবে নোটিশ দেওয়া হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।