নাগা চৈতন্য থেকে শুরু করে সোনাক্ষী সিনহা, ২০২৪ সালে বিয়ের পিঁড়িতে বসেছেন বহু তারকা। বলিউড থেকে সাউথ, বিয়ের সানাই বেজেছে সর্বত্র। আজ এই প্রতিবেদনে এক নজরে দেখে নিন ২০২৪ সালের সব থেকে চর্চিত বিয়ে ছিল কোনগুলি?
রকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানি: ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন এই দম্পতি। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল বিয়ের বিভিন্ন ছবি। আজ আবার এক নজরে দেখে নিন দক্ষিণ গোয়ায় অনুষ্ঠিত ভিন্ন ধর্মের এই তারকা দম্পতির বিয়ের বিভিন্ন ছবি।
তাপসী পান্নু এবং ম্যাথিয়াস বোয়ে: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তাপসী দীর্ঘদিনের প্রেমিক তথা ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়েকে বিয়ে করেন চলতি বছর। ২০২৪ সালের ২৩ মার্চ রাজস্থানের উদয়পুরে একটি ব্যক্তিগত বিবাহ বাসর আয়োজন করেছিলেন এই দম্পতি। ডেনিশ খেলোয়াড়কে বিয়ে করে তাপসী হলেন বিদেশিনী।
পুলকিত সম্রাট এবং কৃতি খারবান্দা: ২০২৪ সালে ১৫ মার্চ গুরুগ্রামের মানেসারে সাত পাকে বাঁধা পড়েন এই দম্পতি। বিয়েতে কৃতি পরেছিলেন একটি প্যাস্টেল গোলাপি রঙের লেহেঙ্গা, সম্রাট পরেছিলেন একটি প্যাটেল সবুজ রঙের শেরওয়ানি। দ্বিতীয়বার বিয়ের মণ্ডপে বসলেন পুলকিত সম্রাট।
অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ: ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর তেলেঙ্গানায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই বলিউড তারকা যুগল। রিসেপশন হয় ডিসেম্বরে। রাজস্থানের আলিলা ফোর্ট বেছে নেওয়া হয় রিসেপশন অনুষ্ঠানের জন্য। অনেকেই জানেন না, এই তারকা যুগলের এটি দ্বিতীয় বিয়ে।
শোভিতা ধুলিপালা এবং নাগা চৈতন্য: চলতি বছরের সবথেকে চর্চিত বিয়ে ছিল এই বিয়েটি। নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য দ্বিতীয়বার বিয়ের মন্ডপে বসলেন চলতি বছর। নাগা চৈতন্যের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পরেই স্বাভাবিকভাবেই ফের আরও একবার সামান্থা রূখ প্রভুর প্রসঙ্গে উঠে আসে।
কীর্তি সুরেশ এবং অ্যান্টনি খাটিল: গত ১২ ডিসেম্বর গোয়াতে সাত পাকে বাঁধা পড়েন এই দম্পতি। গোয়ায় হিন্দু মতে বিয়ে করার পাশাপাশি খ্রিস্টান মতেও বিয়ে করেন এই তারকা যুগল। বিয়েতে হাতে গোনা অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা।
সোনাক্ষী সিনহা এবং জাকির ইকবাল: প্রায় ৭ বছর একে অপরের সঙ্গে ডেট করার পর চলতি বছর ২৩ জুন মুম্বাইয়ে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই তারকা যুগল। মুসলিম মতে বিয়ে করার জন্য প্রথমে শত্রুঘ্ন সিনহার আপত্তি থাকলেও পরে তিনি সবটাই মেনে নেন।